সাহারা অঞ্চলের আইএস প্রধানকে হত্যার দাবি মাখোর
বৃহত্তম সাহারা অঞ্চলের আইএস প্রধান আদনান আবু ওয়ালিদ আল সাহরাবিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাখো। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে, সাহরাবিকে ফরাসি সৈন্যরা হত্যা করেছে বলে দাবি করেন তিনি।