Ajker Patrika

কঠোর নিরাপত্তায় আদালতে হাজির হলো তানজানিয়ার বিরোধীদলীয় নেতা

কঠোর নিরাপত্তায় আদালতে হাজির হলো তানজানিয়ার বিরোধীদলীয় নেতা

তানজানিয়ার প্রধান বিরোধী দলীয় নেতা ফ্রিম্যান এমবাও আজ মঙ্গলবার দেশটির উচ্চ আদালতে হাজির হয়েছেন। একটি মামলায় তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে। তবে তাঁর দল এ মামলাটিকে ভিন্নমত দমন করার জন্য রাজনৈতিক উদ্দেশে প্রণোদিত পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। খবর এএফপি’র। 

৫৯ বছর বয়সী এই নেতার বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়ন ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। এতে করে গণতান্ত্রিক অবস্থা এবং প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসানের অধীনে আইনের শাসন নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

চাদেমা পার্টির চেয়ারম্যান ফ্রিম্যান এমবাও এবং তার সমর্থকেরা অভিযোগ করেছে যে, বিচার চলাকালে বিবৃতি দিতে বাধ্য করার জন্য নিরাপত্তা হেফাজতে পুলিশ তাঁকে নির্যাতন করেছে। কঠোর নিরাপত্তায় আদালতে তাঁকে হাজির করার সময় পুলিশ অধিকাংশ সাংবাদিককে আদালত কক্ষে প্রবেশ করতে দেয়নি। 

চাদেমা পার্টির সিনিয়র নেতাদের সঙ্গে রাতের বেলা অভিযান চালিয়ে গ্রেপ্তার করার পর এমবাওকে গত ২১ জুলাই থেকে কারাগারে রাখা হয়। সাংবিধানিক সংস্কারের দাবিতে একটি পাবলিক ফোরাম অনুষ্ঠান করার কয়েক ঘণ্টা আগে পুলিশ এ অভিযান চালায়।  

দার এস সালাম আদালতে মঙ্গলবারের শুনানিতে ব্রিটিশ ও মার্কিন দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও চাদেমা পার্টির সিনিয়র নেতারাও সেখানে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত