Ajker Patrika

আরব বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী নাজলা বাউডেন

আরব বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী নাজলা বাউডেন

আরব বিশ্ব এবং তিউনিসিয়ার ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন রাজনৈতিক অঙ্গনে স্বল্প পরিচিত একজন ভূতত্ত্ব প্রকৌশলী নাজলা বাউডেন রমধান। দেশটির প্রেসিডেন্ট কায়েস সাইয়েদ তাঁকে দ্রুত সময়ের মধ্যে সরকার গঠনের জন্য নির্দেশ দিয়েছেন।

গতকাল বুধবার দেশটির প্রেসিডেন্ট দপ্তরের ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় প্রেসিডেন্ট কায়েস সাইয়েদ প্রধানমন্ত্রী হিসেবে নাজলা বাউডেনের নাম ঘোষণা করেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এই তথ্য জানানো হয়েছে।

ওই ভিডিওতে দেখা যায়, প্রেসিডেন্ট কায়েস বাউডেনকে দ্রুত সময়ের মধ্যে একটি সরকার গঠনের নির্দেশ দিচ্ছেন। কারণ এরই মধ্যে অনেক সময় অতিবাহিত হয়ে গেছে। এ ছাড়া তিনি বলছেন, এটা নারীদের জন্য সম্মানের যে আপনি প্রধানমন্ত্রী হচ্ছেন।

এর আগে গত জুলাইয়ে দেশটির প্রেসিডেন্ট কায়েস সাইয়েদ তাঁর আগের প্রধানমন্ত্রী হিসেম মিসিসিকে বরখাস্ত করে সমস্ত ক্ষমতা নিজের কাছে নেন এবং সংসদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেন।

উল্লেখ্য, নাজলা বাউডেন এর আগে দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে বিশ্বব্যাংকের একটি প্রকল্পে কাজ করেছিলেন। কিন্তু রাজনৈতিক অঙ্গনে তিনি তেমন পরিচিত নন। তিনি ভূ–পদার্থবিদ্যা বিভাগের একজন অধ্যাপক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত