চায়ের কেটলিতে বন্দী ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন
বাবা পেশায় দিনমজুর এবং মা শারীরিকভাবে অক্ষম; বাড়িতেই থাকেন। বাবার আয়ে ৫ সদস্যের সংসার না চলায় স্কুল শেষ করে অর্ধবেলা কাজ করে চায়ের দোকানে। এর মাঝেই জানায়, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন তার।
-চা বানাচ্ছে শিপুল। ছবি: আজকের পত্রিকা