Ajker Patrika

টাইব্রেকারে চ্যাম্পিয়ন রৌহা ইউনিয়ন

শেরপুর প্রতিনিধি
আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৫: ২৭
টাইব্রেকারে চ্যাম্পিয়ন রৌহা ইউনিয়ন

শেরপুরে সদর উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মুজিব শতবর্ষ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে শহরের চকপাঠক এলাকায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এ খেলার আয়োজন করা হয়। এতে পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ দলকে টাইব্রেকারে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রৌহা ইউনিয়ন দল।

খেলার নির্ধারিত সময়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২-২ গোলে সমতা থাকায় খেলাটি টাইব্রেকারে গড়ায়। পরে টাইব্রেকারে পাকুড়িয়া ইউনিয়নকে ২-০ গোলে পরাজিত করে রৌহা ইউনিয়ন। এ সময় বিপুলসংখ্যক দর্শক খেলাটি উপভোগ করতে মাঠে উপস্থিত হন। দর্শকের চাপে গ্যালারি ছাপিয়ে মাঠের ভেতরেও হাজার হাজার মানুষ ঢুকে পড়েন। দর্শক সামলাতে হিমশিম খেতে হয় আইন-শৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশ, আনসার ও গ্রামপুলিশ সদস্যদের।

পরে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার হিসেবে ট্রফি ও টাকার চেক তুলে দেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক। এ সময় তিনি বলেন, খেলাধুলা মনকে চাঙা রাখার পাশাপাশি মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে। শেরপুরের মানুষ যে ফুটবল প্রিয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত