Ajker Patrika

ভারপ্রাপ্ত মেয়র হলেন নজরুল

শেরপুর প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৫: ২১
ভারপ্রাপ্ত মেয়র হলেন নজরুল

শেরপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ব্যক্তিগত সফরে আগামী ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। তাঁর বিদেশ যাওয়ার কারণে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পেয়েছেন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। ২৪ সেপ্টেম্বর থেকেই তিনি ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পৌরসভার সচিব আবু লায়েছ মো. বজলুল করিম। গতকাল বুধবার বিকেলে তিনি জানান, মেয়র মহোদয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতিক্রমে ৩০ দিনের ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। এ কারণে ওই মন্ত্রণালয় প্যানেল মেয়রকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পাওয়া নজরুল ইসলাম বলেন, ‘মেয়রের বিদেশ যাওয়ার কারণে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকেই ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়েছে। আরও একাধিক বার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছি। কাজেই দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে পৌরসভার চলমান কর্মকাণ্ড গতিশীল রাখার চেষ্টা করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত