Ajker Patrika

শেরপুরে দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ

শেরপুর প্রতিনিধি
আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৫: ০৬
শেরপুরে দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ

শেরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পূজা উদ্‌যাপন পরিষদের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বী অসহায় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে শহরের গোয়ালপট্টি এলাকায় গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক।

জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানুর সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মো. নজরুল ইসলাম।

জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কুমার সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমি, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মেদ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, শেরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মলয় মহন বল, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ¦ দুলাল মিয়াসহ জেলা পূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র তুলে দেন হুইপ আতিউর রহমান আতিক এমপি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত