Ajker Patrika

‘ভারত-বাংলাদেশের পারস্পরিক সহযোগিতার ধারা অব্যাহত থাকবে’

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৯: ০২
‘ভারত-বাংলাদেশের পারস্পরিক সহযোগিতার ধারা অব্যাহত থাকবে’

বাংলাদেশ ও ভারতের সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি। আজ মঙ্গলবার দুপুরে বগুড়ার শেরপুরে দুর্গা মন্দির পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। 

সঞ্জীব কুমার বলেন, বিগত ৪ দশকের অধিক সময় ধরে দুই দেশের বন্ধুত্বের বন্ধন অটুট রয়েছে। করোনা মহামারির সময়েও আমরা তার দৃষ্টান্ত স্থাপন করেছি। ভারত সরকারের পক্ষ থেকে ১০৯টি লাইফ সাপোর্ট বিশিষ্ট অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দিয়েছে। এরই মধ্যে বেশ কিছু অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে। সহযোগিতার এই ধারা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।

এ সময় দুর্গাপূজা উপলক্ষে ২৫০ জন অসচ্ছল ব্যক্তির মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির কমিটির আয়োজনে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান মজনু, পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, পৌর মেয়র মো. জানে আলম খোকা, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ময়নূল ইসলাম, বগুড়ার জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার দেব, থানার ওসি শহিদুল ইসলাম, পূজা উদ্‌যাপন পরিষদের শেরপুর উপজেলার সভাপতি নিমাই ঘোষ, সাংবাদিক মুনসী সাইফুল বারী ডাবলু প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত