করোনার আঘাত মৌলভীবাজার পর্যটনশিল্পে
হাওর, পাহাড়, চা বাগান অধ্যুষিত মৌলভীবাজার জেলা পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান। বর্তমানে করোনার জাঁতাকলে পিষ্ট এ শিল্প। ভ্রমণ প্রেমীদের নেই সমাগম। রিসোর্ট-কটেজগুলোয় ৭০ ভাগ কর্মচারী ইতি মধ্যে ছাঁটাই করা হয়েছে। হোটেল-মোটেল ও গেস্টহাউস অনিষ্টকালের জন্য বন্ধ। দফায় দফায় বন্ধ এবং লকডাউনের ফলে পর্যটন খাতে কয়