প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বন বিভাগ ও র্যাবের যৌথ অভিযানে বিপন্ন প্রজাতির চারটি প্রাণী উদ্ধার হয়েছে। বুধবার বিকেলে শ্রীমঙ্গল শহরের জালালিয়া সড়কের বার্ডপার্ক অ্যান্ড ব্রিডিং সেন্টারে অভিযান চালিয়ে প্রাণীগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম।
উদ্ধার হওয়া প্রাণীগুলোর মধ্যে রয়েছে একটি খাটো লেজা বানর, দুটি বাঁশ ভালুক ও একটি শকুন। এর মধ্যে খাটো লেজা বানরটি মহাবিপন্নের তালিকাভুক্ত। এরা দেখতে অন্যান্য বানরের মতো হলেও এদের লেজ খুবই ছোট, কপাল একটু কালো। এই
প্রাণীটির ইংরেজি নাম স্টাম্প টেইলড। উদ্ধার হওয়া বাঁশ ভালুকও বিপন্ন প্রজাতির বন্যপ্রাণী, যার ইংরেজি নাম বিন্টুরং। বাঁশ ভালুক সিলেট, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের গভীর জঙ্গলে এখনো পাওয়া যায়। এরা গেছো স্বভাবের এবং সর্বভুক।
উদ্ধার অভিযানে অংশ নেন র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী পরিদর্শক সুরঞ্জিত তালুকদার, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র। সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র জানান, উদ্ধার করা প্রত্যেকটি প্রাণীই বিলুপ্ত প্রজাতির। উদ্ধার অভিযান শেষে প্রাণীগুলো লাউয়াছড়া বনের জানকী ছড়ার রেসকিউ সেন্টারে রাখা হয়েছে। লাউয়াছড়া বা আশপাশের বন এই প্রাণীগুলোর বসবাসযোগ্য কি না তা দেখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এগুলো অবমুক্ত করার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
প্রাণীগুলো যেখান থেকে উদ্ধার করা হয়েছে, সেই প্রতিষ্ঠানের পরিচালক আব্দুল হান্নানের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। জানা গেছে, আব্দুল হান্নান একজন লন্ডনপ্রবাসী। তিনি শৌখিন পশু–পাখীপ্রেমী। তাঁর বার্ডপার্কে আরও বেশকিছু পাখি রয়েছে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বন বিভাগ ও র্যাবের যৌথ অভিযানে বিপন্ন প্রজাতির চারটি প্রাণী উদ্ধার হয়েছে। বুধবার বিকেলে শ্রীমঙ্গল শহরের জালালিয়া সড়কের বার্ডপার্ক অ্যান্ড ব্রিডিং সেন্টারে অভিযান চালিয়ে প্রাণীগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম।
উদ্ধার হওয়া প্রাণীগুলোর মধ্যে রয়েছে একটি খাটো লেজা বানর, দুটি বাঁশ ভালুক ও একটি শকুন। এর মধ্যে খাটো লেজা বানরটি মহাবিপন্নের তালিকাভুক্ত। এরা দেখতে অন্যান্য বানরের মতো হলেও এদের লেজ খুবই ছোট, কপাল একটু কালো। এই
প্রাণীটির ইংরেজি নাম স্টাম্প টেইলড। উদ্ধার হওয়া বাঁশ ভালুকও বিপন্ন প্রজাতির বন্যপ্রাণী, যার ইংরেজি নাম বিন্টুরং। বাঁশ ভালুক সিলেট, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের গভীর জঙ্গলে এখনো পাওয়া যায়। এরা গেছো স্বভাবের এবং সর্বভুক।
উদ্ধার অভিযানে অংশ নেন র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী পরিদর্শক সুরঞ্জিত তালুকদার, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র। সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র জানান, উদ্ধার করা প্রত্যেকটি প্রাণীই বিলুপ্ত প্রজাতির। উদ্ধার অভিযান শেষে প্রাণীগুলো লাউয়াছড়া বনের জানকী ছড়ার রেসকিউ সেন্টারে রাখা হয়েছে। লাউয়াছড়া বা আশপাশের বন এই প্রাণীগুলোর বসবাসযোগ্য কি না তা দেখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এগুলো অবমুক্ত করার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
প্রাণীগুলো যেখান থেকে উদ্ধার করা হয়েছে, সেই প্রতিষ্ঠানের পরিচালক আব্দুল হান্নানের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। জানা গেছে, আব্দুল হান্নান একজন লন্ডনপ্রবাসী। তিনি শৌখিন পশু–পাখীপ্রেমী। তাঁর বার্ডপার্কে আরও বেশকিছু পাখি রয়েছে।
আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থাকলেও এ এলাকর আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগেবায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের সকাল ৮টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী আজ সোমবারও ঢাকার বায়ুমান ৫৫, যা সহনীয় পর্যায়ের বাতাসের নির্দেশক। আজ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৬০।
২ ঘণ্টা আগেআজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থাকলেও এ এলাকর আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগেবায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের সকাল ৯টার রেকর্ড অনুযায়ী আজ রোববারও ঢাকার বায়ুমান ৫০, যা বিশুদ্ধ বাতাসের নির্দেশক। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের অনেক শহরের চেয়েও আজ ঢাকার বাতাস বিশুদ্ধ। আজ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৭৬। গতকাল শনিবার ৫০ বায়ুমান নিয়ে ৮৪ তম স্থানে ছিল ঢাকা।
১ দিন আগে