Ajker Patrika

শ্রীমঙ্গলে ঘরের চালের পানি পড়া নিয়ে সংঘর্ষ, নিহত ১ 

প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) 
শ্রীমঙ্গলে ঘরের চালের পানি পড়া নিয়ে সংঘর্ষ, নিহত ১ 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঘরের চালের পানি পড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক চা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযান চালিয়ে আজ রোববার দুপুরে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

নিহত চা শ্রমিকের নাম নৃপেন বুনার্জী। গতকাল শনিবার রাতে উপজেলার ফুসকুড়ি চা বাগানে এ ঘটনাটি ঘটে। 

শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ আব্দুস ছালিক বলেন, গতকাল সকালে ঘরের চালের পানি পড়া নিয়ে নৃপেন বুনার্জী ও স্বাধীন বুনার্জীর মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে দুজন দুজনকে কিলঘুষি দেয়। এতে নৃপেন বুনার্জীর চোখে ও মুখে আঘাত পান। পরে স্থানীয় ডাক্তারের সঙ্গে আলোচনা করে ওষুধ সেবন করেন তিনি। ঘটনার কিছুক্ষণ পরে রাত ১২টার দিকে নিজ ঘরে মারা যান নৃপেন বুনার্জী। 

শ্রীমঙ্গল থানা এসআই সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় আজ সকালে নৃপেন বুনার্জীর ভাই রঞ্জিত বুনার্জী বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে দুপুরে ঘটনায় সম্পৃক্ত থাকায় স্বাধীন বুনার্জী ও জরিনা বুনার্জীকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত