বালিয়াডাঙ্গীতে মোটরসাইকেল-নছিমন-থ্রি হুইলারের সংঘর্ষ, নিহত আরও ২
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মোটরসাইকেল, নছিমন ও থ্রি-হুইলার—ত্রিমুখী সংঘর্ষে গুরুতর আহত আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়াল। এ ছাড়া গুরুতর আহত তিন ব্যক্তি ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালসহ রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।