বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মোটরসাইকেল, নছিমন ও থ্রি-হুইলার—ত্রিমুখী সংঘর্ষে গুরুতর আহত আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়াল। এ ছাড়া গুরুতর আহত তিন ব্যক্তি ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালসহ রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ রোববার সকাল ১০টার সময় ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কের বালিয়া পুকুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক আব্দুস সোবহান ও নিহত সাবেক ইউপি সদস্যের চাচাতো ভাই আব্দুস সাত্তার বাবু।
নিহত ব্যক্তিরা হলেন দুর্ঘটনাস্থলেই মারা যাওয়া জেলার রাণীশংকৈল উপজেলার মুজাহিদাবাদ এলাকার খতু মোহাম্মদের ছেলে আলিম উদ্দীন (৫৫। গুরুতর আহত অবস্থায় বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিলে বেলা দেড়টায় তাঁর ভাতিজা সহিদুল ইসলাম (৫০), দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ৩টা ৫০ মিনিটে মারা গেছেন বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান (৪৮)।
চিকিৎসাধীন আহত ব্যক্তিরা হলেন আমজানখোর ইউনিয়নের হরিণমারী গ্রামের আবেদুল (৪০), ভানোর ইউনিয়নের হলদিবাড়ী গ্রামের হাবিবুর রহমান (৩৬) ও ফুলতলা গ্রামের লিমন (২০)।
প্রত্যক্ষদর্শীরা বলছে, ঠাকুরগাঁও থেকে গরু নিয়ে একটি নছিমন ও থ্রি-হুইলার বালিয়াডাঙ্গী চৌরাস্তা বাজারের উদ্দেশে আসছিল। বাইপাস একটি রাস্তা থেকে মোটরসাইকেল নিয়ে হঠাৎ মহাসড়কে উঠে পড়েন ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান। এরপর প্রথমে থ্রি-হুইলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে পেছনে থাকা নছিমন গিয়ে থ্রি-হুইলারে ধাক্কা দেয়। এ সময় থ্রি-হুইলার ও মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেলে দুর্ঘটনাস্থলেই আলিম উদ্দীনের মৃত্যু হয়।
খবর পেয়ে বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আহতদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল, দুজনকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং একজনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
এদিকে ঘটনার পর রাস্তার যান চলাচল বন্ধ করে দেয় স্থানীয়রা। প্রায় ৩০ মিনিট অবরোধ ছিল সড়ক। পরে যান চলাচল স্বাভাবিক হলেও দুই ঘণ্টা বন্ধ ছিল থ্রি-হুইলার ও নছিমন চলাচল।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক আব্দুস সোবহান আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনাস্থল থেকে দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেল, নছিমন ও থ্রি-হুইলার জব্দ করে বালিয়াডাঙ্গী থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মোটরসাইকেল, নছিমন ও থ্রি-হুইলার—ত্রিমুখী সংঘর্ষে গুরুতর আহত আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়াল। এ ছাড়া গুরুতর আহত তিন ব্যক্তি ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালসহ রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ রোববার সকাল ১০টার সময় ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কের বালিয়া পুকুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক আব্দুস সোবহান ও নিহত সাবেক ইউপি সদস্যের চাচাতো ভাই আব্দুস সাত্তার বাবু।
নিহত ব্যক্তিরা হলেন দুর্ঘটনাস্থলেই মারা যাওয়া জেলার রাণীশংকৈল উপজেলার মুজাহিদাবাদ এলাকার খতু মোহাম্মদের ছেলে আলিম উদ্দীন (৫৫। গুরুতর আহত অবস্থায় বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিলে বেলা দেড়টায় তাঁর ভাতিজা সহিদুল ইসলাম (৫০), দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ৩টা ৫০ মিনিটে মারা গেছেন বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান (৪৮)।
চিকিৎসাধীন আহত ব্যক্তিরা হলেন আমজানখোর ইউনিয়নের হরিণমারী গ্রামের আবেদুল (৪০), ভানোর ইউনিয়নের হলদিবাড়ী গ্রামের হাবিবুর রহমান (৩৬) ও ফুলতলা গ্রামের লিমন (২০)।
প্রত্যক্ষদর্শীরা বলছে, ঠাকুরগাঁও থেকে গরু নিয়ে একটি নছিমন ও থ্রি-হুইলার বালিয়াডাঙ্গী চৌরাস্তা বাজারের উদ্দেশে আসছিল। বাইপাস একটি রাস্তা থেকে মোটরসাইকেল নিয়ে হঠাৎ মহাসড়কে উঠে পড়েন ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান। এরপর প্রথমে থ্রি-হুইলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে পেছনে থাকা নছিমন গিয়ে থ্রি-হুইলারে ধাক্কা দেয়। এ সময় থ্রি-হুইলার ও মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেলে দুর্ঘটনাস্থলেই আলিম উদ্দীনের মৃত্যু হয়।
খবর পেয়ে বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আহতদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল, দুজনকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং একজনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
এদিকে ঘটনার পর রাস্তার যান চলাচল বন্ধ করে দেয় স্থানীয়রা। প্রায় ৩০ মিনিট অবরোধ ছিল সড়ক। পরে যান চলাচল স্বাভাবিক হলেও দুই ঘণ্টা বন্ধ ছিল থ্রি-হুইলার ও নছিমন চলাচল।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক আব্দুস সোবহান আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনাস্থল থেকে দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেল, নছিমন ও থ্রি-হুইলার জব্দ করে বালিয়াডাঙ্গী থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ফেনীর পরশুরাম সীমান্ত থেকে নুরুল ইসলাম (৬৩) নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ সোমবার (১১ আগস্ট) সকালের দিকে উপজেলার উত্তর কেতরাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাঁকে ধরে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।
১ মিনিট আগেশিক্ষাগত যোগ্যতার জাল সনদ দিয়ে বিদ্যালয়ের সভাপতি হয়েছিলেন রাজশাহীর বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম ওরফে তফি। পরে শিক্ষা বোর্ডের তদন্তে তাঁর জাল সনদের বিষয়টি ধরা পড়েছে। এর পরিপ্রেক্ষিতে তাঁর সভাপতির পদ বাতিল করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চিঠি দিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ...
২ মিনিট আগেআদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
১০ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
১০ মিনিট আগে