উলিপুরে অটোরিকশাচালককে চেতনানাশক পান করিয়ে গলা কেটে হত্যা, পরিকল্পনাকারী ভাতিজা
রফিকুলকে (রিকশাচালক) কোমল পানীয়ের সঙ্গে চেতনানাশক খাইয়ে অজ্ঞান করে টাকা ছিনিয়ে নেয়। পরে তাঁকে একটি অটোরিকশায় তুলে ঘটনাস্থলে নিয়ে যায়। জ্ঞান ফিরে অটোরিকশাচালক রফিকুল ঘটনা প্রকাশ করতে পারে, এই আশঙ্কায় তাঁকে গলা কেটে হত্যা করে ভাতিজা রফিকুল, ফেরদৌস ও তাঁদের সহযোগীরা...