সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জে নেতা-কর্মীদের প্রতিবাদের মুখে বদলে গেল উপজেলার তারাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত সেই প্রার্থী। আজ বৃহস্পতিবার রাতে আগের প্রার্থী মো. সাইফুল ইসলামের পরিবর্তে নতুন করে ওই ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ খোকাকে মনোনয়ন দেওয়া হয়েছে।
তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে প্রথমে তারাপুর ইউনিয়নে মো. সাইফুল ইসলামকে নৌকা মার্কার প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। বিষয়টি প্রকাশ পাওয়ার পর থেকে দলের ভেতর আলোচনা-সমালোচনা এবং বিতর্ক সৃষ্টি হয়। পিস কমিটির ছেলের হাতে নৌকা এমন অভিযোগ তুলে এক জোট হয়ে তাঁর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন দলের মনোনয়নবঞ্চিত ত্যাগী নেতারা।
এতে অংশ নেন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সকল অঙ্গসংগঠনের নেতা–কর্মীসহ সহস্রাধিক নারী-পুরুষ ভোটার। তাঁদের দাবি ছিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ খোকাকে মনোনয়ন দেওয়া হোক। এ ছাড়া কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে লিখিত অভিযোগও করেন মনোনয়ন বঞ্চিত এ নেতা। পরে বৃহস্পতিবার রাতে মনোনয়ন বোর্ড সাইফুল ইসলামকে পরিবর্তন করে তারাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মো. আব্দুস সামাদ খোকাকে মনোনয়ন দেন।
মনোনয়ন বঞ্চিত মো. সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো কোনো কাগজপত্র পাইনি। তবে বিভিন্ন মাধ্যমে বিষয়টি শোনা যাচ্ছে।
নতুন করে মনোনয়ন পাওয়া মো. আব্দুস সামাদ খোকা বলেন, মো. সাইফুল ইসলাম বহিরাগত। তিনি দলের কেউ না। এ বিষয়টি জানার পর মনোনয়ন বোর্ড নতুন করে আমাকে মনোনয়ন দিয়েছে। এতে করে দলের নেতা-কর্মীরা উজ্জীবিত।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মশিউর রাব্বানী আপেল মনোনয়ন বোর্ডের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, আব্দুস সামাদ খোকা দলের ত্যাগী নেতা। দলের জন্য তিনি নিবেদিতপ্রাণ। দলের সঙ্গে মো. সাইফুল ইসলামের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। তিনি মনোনয়ন বোর্ডকে ভুল বুঝিয়ে মনোনয়ন নিয়েছিলেন।
গাইবান্ধার সুন্দরগঞ্জে নেতা-কর্মীদের প্রতিবাদের মুখে বদলে গেল উপজেলার তারাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত সেই প্রার্থী। আজ বৃহস্পতিবার রাতে আগের প্রার্থী মো. সাইফুল ইসলামের পরিবর্তে নতুন করে ওই ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ খোকাকে মনোনয়ন দেওয়া হয়েছে।
তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে প্রথমে তারাপুর ইউনিয়নে মো. সাইফুল ইসলামকে নৌকা মার্কার প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। বিষয়টি প্রকাশ পাওয়ার পর থেকে দলের ভেতর আলোচনা-সমালোচনা এবং বিতর্ক সৃষ্টি হয়। পিস কমিটির ছেলের হাতে নৌকা এমন অভিযোগ তুলে এক জোট হয়ে তাঁর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন দলের মনোনয়নবঞ্চিত ত্যাগী নেতারা।
এতে অংশ নেন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সকল অঙ্গসংগঠনের নেতা–কর্মীসহ সহস্রাধিক নারী-পুরুষ ভোটার। তাঁদের দাবি ছিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ খোকাকে মনোনয়ন দেওয়া হোক। এ ছাড়া কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে লিখিত অভিযোগও করেন মনোনয়ন বঞ্চিত এ নেতা। পরে বৃহস্পতিবার রাতে মনোনয়ন বোর্ড সাইফুল ইসলামকে পরিবর্তন করে তারাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মো. আব্দুস সামাদ খোকাকে মনোনয়ন দেন।
মনোনয়ন বঞ্চিত মো. সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো কোনো কাগজপত্র পাইনি। তবে বিভিন্ন মাধ্যমে বিষয়টি শোনা যাচ্ছে।
নতুন করে মনোনয়ন পাওয়া মো. আব্দুস সামাদ খোকা বলেন, মো. সাইফুল ইসলাম বহিরাগত। তিনি দলের কেউ না। এ বিষয়টি জানার পর মনোনয়ন বোর্ড নতুন করে আমাকে মনোনয়ন দিয়েছে। এতে করে দলের নেতা-কর্মীরা উজ্জীবিত।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মশিউর রাব্বানী আপেল মনোনয়ন বোর্ডের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, আব্দুস সামাদ খোকা দলের ত্যাগী নেতা। দলের জন্য তিনি নিবেদিতপ্রাণ। দলের সঙ্গে মো. সাইফুল ইসলামের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। তিনি মনোনয়ন বোর্ডকে ভুল বুঝিয়ে মনোনয়ন নিয়েছিলেন।
কারাগারে থাকা সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন ও মামলার কার্যক্রম বাতিল আবেদনের শুনানিতে আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আজ সোমবার বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চে এ ঘটনা ঘটে। পরে আদালত এই বিষয়ে শুনানির জন্য আগামী ১৭ আগস্ট দিন...
৫ মিনিট আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের সংঘর্ষে শাহ আলম (২০) এক তরুণ নিহত হওয়ার পর পুরো এলাকা ঘিরে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে দুপুরে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। তাদের মোহাম্মদপুর থানা হেফাজতে রাখা হয়েছে।
৭ মিনিট আগেমিয়ানমারের রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির এক বাংলাদেশি সদস্য পালিয়ে দেশে চলে এসেছেন। আজ সোমবার সকালে কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে আত্মসমর্পণ করেন তিনি।
৮ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে সংঘবদ্ধ পিটুনিতে রিপন মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। রিপন মিয়া ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আহম্মদাবাদ গ্রামের আব্দুল খালেকের ছেলে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ...
১২ মিনিট আগে