মাঘের শেষের দিকে অনাকাঙ্ক্ষিত বৃষ্টিতে বিপাকে পড়েছেন চাষিরা। বিশেষ করে আলু ও সরিষাচাষিরা। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরেছে শনিবার সন্ধ্যা পর্যন্ত। সঙ্গে দমকা হাওয়ায় বেড়েছে ঠান্ডা। এতে তলিয়ে গেছে আলুখেত। ক্ষতিগ্রস্ত হয়েছে গম, সরিষাসহ বিভিন্ন ফসল। উৎপাদন নিয়ে চিন্তায় পড়েছেন


ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে সরিষাখেত। হলুদের চাদরে ঢেকে গেছে সবুজ মাঠ। এই সুযোগে মধু চাষিরাও ব্যস্ত হয়ে পড়েছেন মধু সংগ্রহে। উপজেলার নারায়ণপুর, সাটিয়া, একান্নপুর, জাবরহাট ও খটশিংগাসহ বিভিন্ন এলাকার ফসলের মাঠ ঘুরে এমন চিত্র দেখা গেছে।

আলু চাষ করে লোকসানের মুখে পড়েছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের চাষিরা। উপজেলায় প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৬ টাকায়। এতে চাষিদের খরচ উঠছে না।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চলতি মৌসুমে ভুট্টার ভালো ফলনের আশা করছেন চাষিরা। অন্য ফসলে লাভ কম হওয়ায় ভুট্টা চাষে ঝুঁকছেন তাঁরা।