নদীকে বিল দেখিয়ে ইজারা, ক্ষতিগ্রস্ত অভয়াশ্রম
রংপুরের পীরগাছায় সরকারিভাবে ঘোষণা করা একমাত্র মৎস্য অভয়াশ্রম মাসানকুড়া নদী। নিয়মানুযায়ী অভয়াশ্রমের মা মাছসহ যেকোনো ধরনের মাছ ধরা নিষিদ্ধ। অথচ অভয়াশ্রম থাকার পরও নদীটিকে বিল দেখিয়ে ইজারা দেওয়া হচ্ছে। অবাধে কারেন্ট জাল ও বেড় জাল দিয়ে মা ও পোনা মাছ শিকার চলছে। যদিও সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা বলেছেন, নি