আলুর খেত বাঁচাতে পানি অপসারণে ব্যস্ত কৃষকেরা
মাঘ মাসের হঠাৎ বৃষ্টিতে কাউনিয়া উপজেলার বিভিন্ন গ্রামে আলুখেতে পানি জমে গেছে। গাছ বাঁচাতে কৃষকেরা এখন খেত থেকে পানি অপসারণে ব্যস্ত সময় পার করছেন। কৃষি কর্মকর্তা বলছেন, জমে থাকা পানি দ্রুত অপসারণ করতে পারলে আলুর তেমন ক্ষতি হবে না।