কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় এক যুবককে অচেতন করে বিশেষ অঙ্গ কেটে জখম করে দিয়েছে অজ্ঞান পার্টির লোকজন। গতকাল শনিবার কাউনিয়া রেলওয়ে স্টেশন থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে রেলওয়ে জিআরপি পুলিশ।
আজ বোরবার দুপরে হাসপাতালে গিয়ে দেখা যায় পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন ওই যুবক। এ সময় পরিবারের লোকজনকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
ভুক্তভোগী ওই যুবক জানান, প্রায় দুই সপ্তাহ আগে রংপুর মহানগরীর বেতপট্টি বাজারে ঠাকুরগাঁও জেলার অজ্ঞাত এক লোকের সঙ্গে পরিচয় হয় তাঁর। ওই ব্যক্তি তাঁকে জেলা প্রশাসকের অফিসে চাকরি নিয়ে দেওয়ার প্রলোভন দেখান। গত শুক্রবার রাতে মহানগরীর জাহাজ কোম্পানির মোড় এলাকায় ওই ব্যক্তি তাঁকে দেখা করতে বলেন। পরে উল্লেখিত স্থানে রাত ৯টার দিকে অজ্ঞাত ব্যক্তির সঙ্গে তাঁর দেখা হয়। এ সময় ওই অজ্ঞাত ব্যক্তি তাঁকে বোতলে ভরা দুধ পান করতে দেন। এরপর তাঁকে অটোরিকশায় করে মহানগরীর সাতমাথা এলাকায় নিয়ে যান। সাতমাথায় পৌঁছার পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে গতকাল শনিবার তাঁকে কে বা কারা হাসপাতালে নিয়ে এসেছে তা তিনি বলতে পারেন না। জ্ঞান ফেরার পর রোববার সকালে তিনি বুঝতে পারেন, তাঁর বিশেষ অঙ্গের চারদিকে কাটা। তিনি বিষয়টি হাসপাতালের চিকিৎসককে জানান। পরে চিকিৎসকেরা ওই জায়গায় ১৬টি সেলাই দেন।
ওই যুবক আরও জানান, অজ্ঞাত ওই লোক তাঁকে দুধ পান করিয়ে অচেতন করে। এরপর তাঁর সঙ্গে থাকা মোবাইল, টাকা ও জ্যাকেট নিয়ে যায়। এ ছাড়া তাঁকে শারীরিকভাবে বড় ধরনের ক্ষতি করেছে বলে জানান তিনি।
কাউনিয়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ আব্দুল মতিন জানান, গতকাল শনিবার সকাল ৭টার দিকে স্টেশনের ওভারব্রিজের নিচে এক যুবক অচেতন অবস্থায় পড়ে ছিলেন। পরে সেখান থেকে তাঁকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। উদ্ধারের সময় যুবকের জ্ঞান ছিল না, শুধু থরথর করে কাঁপছিলেন।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে, ওই যুবকের কাছ থেকে কোনো কিছু ছিনতাইয়ের উদ্দেশ্যে কেউ চেতনানাশক ব্যবহারে অচেতন করে স্টেশন এলাকায় ফেলে রেখে গেছে।
রংপুরের কাউনিয়ায় এক যুবককে অচেতন করে বিশেষ অঙ্গ কেটে জখম করে দিয়েছে অজ্ঞান পার্টির লোকজন। গতকাল শনিবার কাউনিয়া রেলওয়ে স্টেশন থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে রেলওয়ে জিআরপি পুলিশ।
আজ বোরবার দুপরে হাসপাতালে গিয়ে দেখা যায় পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন ওই যুবক। এ সময় পরিবারের লোকজনকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
ভুক্তভোগী ওই যুবক জানান, প্রায় দুই সপ্তাহ আগে রংপুর মহানগরীর বেতপট্টি বাজারে ঠাকুরগাঁও জেলার অজ্ঞাত এক লোকের সঙ্গে পরিচয় হয় তাঁর। ওই ব্যক্তি তাঁকে জেলা প্রশাসকের অফিসে চাকরি নিয়ে দেওয়ার প্রলোভন দেখান। গত শুক্রবার রাতে মহানগরীর জাহাজ কোম্পানির মোড় এলাকায় ওই ব্যক্তি তাঁকে দেখা করতে বলেন। পরে উল্লেখিত স্থানে রাত ৯টার দিকে অজ্ঞাত ব্যক্তির সঙ্গে তাঁর দেখা হয়। এ সময় ওই অজ্ঞাত ব্যক্তি তাঁকে বোতলে ভরা দুধ পান করতে দেন। এরপর তাঁকে অটোরিকশায় করে মহানগরীর সাতমাথা এলাকায় নিয়ে যান। সাতমাথায় পৌঁছার পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে গতকাল শনিবার তাঁকে কে বা কারা হাসপাতালে নিয়ে এসেছে তা তিনি বলতে পারেন না। জ্ঞান ফেরার পর রোববার সকালে তিনি বুঝতে পারেন, তাঁর বিশেষ অঙ্গের চারদিকে কাটা। তিনি বিষয়টি হাসপাতালের চিকিৎসককে জানান। পরে চিকিৎসকেরা ওই জায়গায় ১৬টি সেলাই দেন।
ওই যুবক আরও জানান, অজ্ঞাত ওই লোক তাঁকে দুধ পান করিয়ে অচেতন করে। এরপর তাঁর সঙ্গে থাকা মোবাইল, টাকা ও জ্যাকেট নিয়ে যায়। এ ছাড়া তাঁকে শারীরিকভাবে বড় ধরনের ক্ষতি করেছে বলে জানান তিনি।
কাউনিয়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ আব্দুল মতিন জানান, গতকাল শনিবার সকাল ৭টার দিকে স্টেশনের ওভারব্রিজের নিচে এক যুবক অচেতন অবস্থায় পড়ে ছিলেন। পরে সেখান থেকে তাঁকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। উদ্ধারের সময় যুবকের জ্ঞান ছিল না, শুধু থরথর করে কাঁপছিলেন।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে, ওই যুবকের কাছ থেকে কোনো কিছু ছিনতাইয়ের উদ্দেশ্যে কেউ চেতনানাশক ব্যবহারে অচেতন করে স্টেশন এলাকায় ফেলে রেখে গেছে।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতে বাঁশতৈল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাগর আহমেদ লাভলু বাঁশতৈল ইউনিয়নের গাইরাবেতিল গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
১২ মিনিট আগে৫৫ হাজার টাকার মোবাইল কেনার বায়না ধরে সাব্বির মোল্লা (১৬) নামের এক স্কুলছাত্র কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। টের পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসাসেবায় সে প্রাণে বেঁচে যায়। তার এমন কর্মকাণ্ডে পরিবার ও এলাকাবাসী হতবাক।
১৩ মিনিট আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াগাছা গ্রামের মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমানপ্রবাসী। গ্রামের বাড়িতে কেউ না থাকায় মিলন মাদবরের বসতঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচটি বালতিতে রাখা ৩০টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগেগাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় ৭ আগস্ট যে স্থানে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করেছিল, সেই একই স্থানে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এক শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত ওই ব্যক্তিকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।
৩০ মিনিট আগে