ও তো দল করত না, তাইলে কেন অরে মারল: সংঘর্ষে নিহত শিক্ষার্থী রেজাউলের বাবা
‘ও তো কোনো দল করত না, তাইলে কেন অরে মারল। আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করি, আমার পুলারে যারা মারছে আপনে তাদের সঠিক বিচার করবেন। কত কষ্ট কইরা লেহাপড়া (লেখাপড়া) করাইতাছি। শুক্রবার সকালেও মোবাইলে কথা হইল। পুলাডা ডেঙ্গু পরীক্ষা করবো বইলা তিন হাজার টাকাও চাইছে। জুম্মার দিন বাজারের দোকান বন্ধ আছিলো বইলা