নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
রাজধানীতে শান্তি সমাবেশ শেষে গুলিস্থানে গত শুক্রবার আওয়ামী লীগের দুই নেতার অনুসারীদের সংঘর্ষে নিহত পথচারী হাফেজ রেজাউলের পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি শেরপুরের নকলা উপজেলার চরঅষ্টাধর ইউনিয়নের নারায়ণখোলা পশ্চিমপাড়া গ্রামে। বাবা বর্গাচাষি আব্দুস সাত্তার। রেজাউল পরিবাবের বড় ছেলে। রেজাউল ঢাকার যাত্রাবাড়িতে একটি মাদ্রাসায় দাওরা হাদিস বিভাগের ছাত্র ছিলেন।
পরিবারের সদস্যরা গতকাল শনিবার সকালে রেজাউলের মৃত্যুর খবর পান। নকলা থানা-পুলিশ রেজাউলের জেঠা আজাহারুল ইসলামের মুঠোফোনে খুদেবার্তা পাঠিয়ে তাঁর মৃত্যুর খবর দেন এবং ঢাকায় গিয়ে লাশ গ্রহণ করে নিজ বাড়িতে আনার অনুরোধ করেন। হঠাৎ ছেলের মৃত্যুর খবরে বাকরুদ্ধ হয়ে পড়েন রেজাউলের বাবা-মা। এদিকে তিন দিনেও রেজাউলের লাশ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন পরিবারের লোকজন ও এলাকাবাসী।
পরিবারের লোকজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, একেবারেই নম্র-ভদ্র সদালাপী রেজাউল কোনোদিন রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। দুই ভাইয়ের মধ্যে তিনি বড়। তার তিন বোন আছে। ময়মনসিংহ জামিয়া ফয়জুর রহমান মাদ্রাসা থেকে পড়াশো শেষ করে তিনি ঢাকায় একটি মাদ্রাসায় দাওরা হাদিস বিভাগে ভর্তি হন।
গত কোরবানি ঈদের কয়েকদিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা থেকে বাড়িতে চলে আসেন। পরে গত বৃহস্পতিবার ডেঙ্গু পরীক্ষা করতে জামালপুরের নরুন্দী থেকে ট্রেনে করে ঢাকায় যান ৷ পরে শুক্রবার সন্ধ্যায় ডেঙ্গু পরীক্ষা করিয়ে ফেরার পথে রাজধানীর গুলিস্থানে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে মৃত্যু হয় পথচারী রেজাউলের।
আজ রোববার দুপুরে নিহত রেজাউলের বাড়িতে গিয়ে দেখা যায়, ব্রহ্মপুত্র নদের শাখা মৃগী নদীর পাড় ঘেঁষে নিহত রেজাউলের বাড়ি। বাড়ির পূর্বে রয়েছে নারায়নখোলা পশ্চিম আদর্শ উচ্চ বিদ্যালয়। আশেপাশে আর কোনো বাড়ি-ঘর নেই। বাড়ির দক্ষিণে বাঁশঝাড়ের নিচে পারিবারিক কবরস্থানে রেজাউলের জন্য কবর খোঁড়া হয়েছে। তাঁর পাশে কবরের জন্য চাঁটাই তৈরি করছেন এক ব্যক্তি।
বাড়িতে ঢুকতেই দেখা যায়, ছেলের মৃত্যুর খবরে মাতম করছেন মা রেনুজা বেগম। তাকে ঘিরে আছেন এলাকাবাসী ও স্বজনেরা। বাবা আব্দুস সাত্তার বারবার জ্ঞান হারাচ্ছেন। প্রতিবেশী ও স্বজনরা শরীরে পানি ছিটিয়ে সুস্থ করার চেষ্টা করছেন। রেজাউলের বড় দুই বোন ও মামা লাশ আনতে ঢাকায় গেছেন। লাশ আনতে অ্যাম্বুলেন্স ভাড়া করা হলেও রোববার দুপুর পর্যন্ত পাওয়া খবরে তাঁরা লাশ বুঝে পাননি।
প্রতিবেশী ও আত্মীয় বন্দেজ আলী বলেন, সবসময় হাসিখুশি রেজাউল কোনো সাতে-পাঁচে ছিলেন না। তার ছোট ভাইও একজন হাফেজ। রাজনীতি করতেন না। রোজার মাসে স্থানীয় মসজিদে খতম তারাবি পড়ান। এই ছেলে তো বিনা কারণে মারা গেলো। প্রশাসনের কোনো লোক বা কোনো জনপ্রতিনিধি কেউ তো কোনো খোঁজ নিলো না।
চরঅষ্টাধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী আজকের পত্রিকাকে বলেন, রেজাউল অত্যন্ত ভদ্র ও ধার্মিক ছেলে ছিল। তাঁর বাবা অনেক কষ্ট করে তাঁকে পড়াশোনা করাচ্ছিল। রেজাউল রাজনীতি করতো না। রেজাউলের এমন মৃত্যুর ঘটনা মেনে নেওয়া খুবই কষ্টকর।
রাজধানীতে শান্তি সমাবেশ শেষে গুলিস্থানে গত শুক্রবার আওয়ামী লীগের দুই নেতার অনুসারীদের সংঘর্ষে নিহত পথচারী হাফেজ রেজাউলের পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি শেরপুরের নকলা উপজেলার চরঅষ্টাধর ইউনিয়নের নারায়ণখোলা পশ্চিমপাড়া গ্রামে। বাবা বর্গাচাষি আব্দুস সাত্তার। রেজাউল পরিবাবের বড় ছেলে। রেজাউল ঢাকার যাত্রাবাড়িতে একটি মাদ্রাসায় দাওরা হাদিস বিভাগের ছাত্র ছিলেন।
পরিবারের সদস্যরা গতকাল শনিবার সকালে রেজাউলের মৃত্যুর খবর পান। নকলা থানা-পুলিশ রেজাউলের জেঠা আজাহারুল ইসলামের মুঠোফোনে খুদেবার্তা পাঠিয়ে তাঁর মৃত্যুর খবর দেন এবং ঢাকায় গিয়ে লাশ গ্রহণ করে নিজ বাড়িতে আনার অনুরোধ করেন। হঠাৎ ছেলের মৃত্যুর খবরে বাকরুদ্ধ হয়ে পড়েন রেজাউলের বাবা-মা। এদিকে তিন দিনেও রেজাউলের লাশ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন পরিবারের লোকজন ও এলাকাবাসী।
পরিবারের লোকজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, একেবারেই নম্র-ভদ্র সদালাপী রেজাউল কোনোদিন রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। দুই ভাইয়ের মধ্যে তিনি বড়। তার তিন বোন আছে। ময়মনসিংহ জামিয়া ফয়জুর রহমান মাদ্রাসা থেকে পড়াশো শেষ করে তিনি ঢাকায় একটি মাদ্রাসায় দাওরা হাদিস বিভাগে ভর্তি হন।
গত কোরবানি ঈদের কয়েকদিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা থেকে বাড়িতে চলে আসেন। পরে গত বৃহস্পতিবার ডেঙ্গু পরীক্ষা করতে জামালপুরের নরুন্দী থেকে ট্রেনে করে ঢাকায় যান ৷ পরে শুক্রবার সন্ধ্যায় ডেঙ্গু পরীক্ষা করিয়ে ফেরার পথে রাজধানীর গুলিস্থানে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে মৃত্যু হয় পথচারী রেজাউলের।
আজ রোববার দুপুরে নিহত রেজাউলের বাড়িতে গিয়ে দেখা যায়, ব্রহ্মপুত্র নদের শাখা মৃগী নদীর পাড় ঘেঁষে নিহত রেজাউলের বাড়ি। বাড়ির পূর্বে রয়েছে নারায়নখোলা পশ্চিম আদর্শ উচ্চ বিদ্যালয়। আশেপাশে আর কোনো বাড়ি-ঘর নেই। বাড়ির দক্ষিণে বাঁশঝাড়ের নিচে পারিবারিক কবরস্থানে রেজাউলের জন্য কবর খোঁড়া হয়েছে। তাঁর পাশে কবরের জন্য চাঁটাই তৈরি করছেন এক ব্যক্তি।
বাড়িতে ঢুকতেই দেখা যায়, ছেলের মৃত্যুর খবরে মাতম করছেন মা রেনুজা বেগম। তাকে ঘিরে আছেন এলাকাবাসী ও স্বজনেরা। বাবা আব্দুস সাত্তার বারবার জ্ঞান হারাচ্ছেন। প্রতিবেশী ও স্বজনরা শরীরে পানি ছিটিয়ে সুস্থ করার চেষ্টা করছেন। রেজাউলের বড় দুই বোন ও মামা লাশ আনতে ঢাকায় গেছেন। লাশ আনতে অ্যাম্বুলেন্স ভাড়া করা হলেও রোববার দুপুর পর্যন্ত পাওয়া খবরে তাঁরা লাশ বুঝে পাননি।
প্রতিবেশী ও আত্মীয় বন্দেজ আলী বলেন, সবসময় হাসিখুশি রেজাউল কোনো সাতে-পাঁচে ছিলেন না। তার ছোট ভাইও একজন হাফেজ। রাজনীতি করতেন না। রোজার মাসে স্থানীয় মসজিদে খতম তারাবি পড়ান। এই ছেলে তো বিনা কারণে মারা গেলো। প্রশাসনের কোনো লোক বা কোনো জনপ্রতিনিধি কেউ তো কোনো খোঁজ নিলো না।
চরঅষ্টাধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী আজকের পত্রিকাকে বলেন, রেজাউল অত্যন্ত ভদ্র ও ধার্মিক ছেলে ছিল। তাঁর বাবা অনেক কষ্ট করে তাঁকে পড়াশোনা করাচ্ছিল। রেজাউল রাজনীতি করতো না। রেজাউলের এমন মৃত্যুর ঘটনা মেনে নেওয়া খুবই কষ্টকর।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
১ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
২ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৫ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৫ ঘণ্টা আগে