নির্বাচন বর্জনের লিফলেট দিলে ধরে হাত কেটে ফেলবেন: তাড়াশে আ.লীগ নেতা
নেতা বললেন, ‘আমি বলে যাই, যদি এ ধরনের রাজাকার-আলবদর-বিএনপির লোক লিফলেট দিয়ে বলে নির্বাচনে যায়েন না, তাদের ধরেন। হাত কেটে ফেলবেন। ডাইরেক্ট অর্ডার।’ তখন নেতা-কর্মীরা ‘ঠিক, ঠিক’ বলে চিৎকার করে ওঠেন।