সিরাজগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানকে হত্যা মামলায় ৮ ‘সর্বহারা’ গ্রেপ্তার
সিরাজগঞ্জের তাড়াশের দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস হত্যার ঘটনায় অস্ত্র, গুলিসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা সবাই সর্বহারা পার্টির সদস্য বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।