Ajker Patrika

ভাতিজার শাবলের আঘাতে প্রাণ গেল আ.লীগ নেতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৯: ০৯
ভাতিজার শাবলের আঘাতে প্রাণ গেল আ.লীগ নেতার

সিরাজগঞ্জের তাড়াশে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার শাবলের আঘাতে এক বৃদ্ধ (৭০) নিহত হয়েছেন। এ সময় নিহতের আরও দুই ভাই আহত হয়েছেন। আজ শনিবার ভোরে উপজেলার সগুনা ইউনিয়নের চরকুশাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত মোসলেম উদ্দিন ওই গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে। তিনি সগুনা ইউনিয়ন আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন। 

বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) মো. নূরে আলম জানান, এ ঘটনায় মোসলেম উদ্দিনের ভাতিজা জালাল উদ্দিনকে (৩৫) আটক করেছে পুলিশ। 

পুলিশ জানায়, জালাল উদ্দিনের সঙ্গে মোসলেম উদ্দিন ও তাঁর ভাইদের জমি নিয়ে বিরোধ ছিল। আজ ভোরে মোসলেম উদ্দিনের দুই ভাই শামসুল হক (৫৫) ও মফিদুল ইসলাম (৪৫) মসজিদে ফজরের নামাজ আদায় করতে যান। সেখানে হঠাৎ জালাল উদ্দিন উপস্থিত হয়ে দুজনকে শাবল দিয়ে পিটিয়ে জখম করেন।

তাঁদের ফেলে রেখে বাড়ির দিকে যাওয়ার পথে মোসলেম উদ্দিনের সঙ্গে দেখা হলে তাঁকেও শাবল দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 
 
এদিকে স্থানীয় বাসিন্দারা টের পেয়ে শামসুল হক ও মফিদুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পাশাপাশি পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জালাল উদ্দিনকে আটক করে নিয়ে যায়। 

তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) মো. নূরে আলম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত