Ajker Patrika

ব্যাংক হিসাব খোলার নামে তালাক নামায় স্বাক্ষর, শাশুড়ি গ্রেপ্তার

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
ব্যাংক হিসাব খোলার নামে তালাক নামায় স্বাক্ষর, শাশুড়ি গ্রেপ্তার

সিরাজগঞ্জের কামারখন্দের ব্যাংকের হিসাব খোলার নামে গৃহবধূকে তালাক নামায় স্বাক্ষর নেওয়ার ঘটনায় রেনুকা বেগম নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ডিডি শাহবাজপুর এলাকা থেকে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নারী আব্দুল লতিফের স্ত্রী ও মামলার বাদী আফসানার শাশুড়ি। 

পুলিশ জানায়, ডিডি শাহবাজপুরের আফসানা নামের এক গৃহবধূ গত ৯ অক্টোবর রাতে কামারখন্দ থানায় ৫ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় দ্বিতীয় আসামি ছিলেন তাঁর শাশুড়ি রেনুকা বেগম। 

পুলিশ আরও জানায়, আফসানার স্বামী উজ্জ্বল প্রবাসে থাকেন। প্রবাসে থাকার আগে আফসানাকে নানাভাবে নির্যাতন করতেন। এখন তাঁর শাশুড়ি, ননদ, ভাশুর ও ভাশুরের বউ তাঁকে নির্যাতন করেন। গত দুদিন আগে তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য কৌশলে ব্যাংকের হিসেব খোলার নামে তালাক নামায় স্বাক্ষর নেয়। এ কাজে রায়দৌলতপুর ইউনিয়নের কাজি আব্দুর বারেক নামের একজন সহযোগিতা করেছেন। আর এ জন্য ওই নারী কাজিসহ পাঁচজনের নামে মামলা করে। 

কামারখন্দ থানার (ওসি) মোহা. রেজাউল ইসলাম বলেন, আফসানার শাশুড়ি রেনুকা বেগকে গ্রেপ্তার করে আজ বুধবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত