Ajker Patrika

কামারখন্দের সেই সিফাতকে আর্থিক সহায়তা

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২২ জুলাই ২০২৩, ১১: ০৭
কামারখন্দের সেই সিফাতকে আর্থিক সহায়তা

সিরাজগঞ্জের কামারখন্দের সেই সিফাতকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আজকের পত্রিকায় প্রকাশিত সংবাদের সূত্র ধরে এক ব্যক্তি ফেসবুকে পোস্ট দেন। সেই পোস্টে সাড়া দিয়ে অনেকে আর্থিক সহযোগিতা করেন। গতকাল বৃহস্পতিবার ওই টাকা সিফাতের মায়ের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

এলাকায় মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত মামুন বিশ্বাস নামের এক ব্যক্তি গতকাল বৃহস্পতিবার সকালে সিফাতের বাড়ি গিয়ে ১ লাখ ৩ হাজার টাকা এবং ১১ হাজার টাকার নিত্যপ্রয়োজনীয় জিনিস, ওষুধ ও সিফাতকে নতুন পোশাক দেন।

মামুন বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, চতুর্থ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী সিফাত ৫০ টাকার বিনিময়ে একটি চা-পরোটার দোকানে কাজ করে। সেই টাকায় মায়ের চিকিৎসা, বাজার খরচ ও নিজের স্কুলের খরচ চালায়। এ রকম খবর পাওয়ার পর স্থানীয় একজনের মাধ্যমে ছবি ও তথ্য সংগ্রহ করে নিজের ফেসবুকে পোস্ট দেন।

সেই পোস্ট দেখে অনেকে আর্থিক সহায়তা দেন। তাতে ১ লাখ ১৪ হাজার টাকা সংগ্রহ হয়। পরে সেই টাকায় সিফাতের মায়ের ওষুধ, সিফাতের স্কুলের পোশাক, নিত্যপ্রয়োজনীয় জিনিস ও নগদ ১ লাখ ৩ হাজার টাকা তার মায়ের হাতে তুলে দেওয়া হয়। এ ছাড়া প্রতি মাসে সিফাতের পরিবারের জন্য ডা. ইতি নামের একজন ২ হাজার ৫০০ টাকা করে দেবেন বলে প্রতিশ্রুতি দেন।

মামুন বিশ্বাস আরও বলেন, ‘মানবতার টানে মানুষের পাশে থাকার চেষ্টা করি। হতদরিদ্র ও অসহায় মানুষের জন্য কিছু করতে পারলে ভালো লাগে। কৃতজ্ঞতা তাদের প্রতি, যারা ফেসবুকে পোস্ট দেখে সিফাত ও তার মায়ের পাশে দাঁড়িয়েছেন।’

সিফাতের মা শিল্পী খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘আজকের পত্রিকা ও সময় টেলিভিশনের সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মামুন বিশ্বাস ভাইসহ যাঁরা আমার উপকার করলেন, তাঁদের জন্য আল্লাহর কাছে সারা জীবন দোয়া করব।’

এর আগে গত ১৭ জুলাই আজকের পত্রিকার অনলাইনে ‘চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সিফাতের ছোট্ট কাঁধে সংসারের দায়িত্ব’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ: সহকারী কর কমিশনার ফাতেমা বরখাস্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত