কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের কামারখন্দের সেই সিফাতকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আজকের পত্রিকায় প্রকাশিত সংবাদের সূত্র ধরে এক ব্যক্তি ফেসবুকে পোস্ট দেন। সেই পোস্টে সাড়া দিয়ে অনেকে আর্থিক সহযোগিতা করেন। গতকাল বৃহস্পতিবার ওই টাকা সিফাতের মায়ের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
এলাকায় মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত মামুন বিশ্বাস নামের এক ব্যক্তি গতকাল বৃহস্পতিবার সকালে সিফাতের বাড়ি গিয়ে ১ লাখ ৩ হাজার টাকা এবং ১১ হাজার টাকার নিত্যপ্রয়োজনীয় জিনিস, ওষুধ ও সিফাতকে নতুন পোশাক দেন।
মামুন বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, চতুর্থ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী সিফাত ৫০ টাকার বিনিময়ে একটি চা-পরোটার দোকানে কাজ করে। সেই টাকায় মায়ের চিকিৎসা, বাজার খরচ ও নিজের স্কুলের খরচ চালায়। এ রকম খবর পাওয়ার পর স্থানীয় একজনের মাধ্যমে ছবি ও তথ্য সংগ্রহ করে নিজের ফেসবুকে পোস্ট দেন।
সেই পোস্ট দেখে অনেকে আর্থিক সহায়তা দেন। তাতে ১ লাখ ১৪ হাজার টাকা সংগ্রহ হয়। পরে সেই টাকায় সিফাতের মায়ের ওষুধ, সিফাতের স্কুলের পোশাক, নিত্যপ্রয়োজনীয় জিনিস ও নগদ ১ লাখ ৩ হাজার টাকা তার মায়ের হাতে তুলে দেওয়া হয়। এ ছাড়া প্রতি মাসে সিফাতের পরিবারের জন্য ডা. ইতি নামের একজন ২ হাজার ৫০০ টাকা করে দেবেন বলে প্রতিশ্রুতি দেন।
মামুন বিশ্বাস আরও বলেন, ‘মানবতার টানে মানুষের পাশে থাকার চেষ্টা করি। হতদরিদ্র ও অসহায় মানুষের জন্য কিছু করতে পারলে ভালো লাগে। কৃতজ্ঞতা তাদের প্রতি, যারা ফেসবুকে পোস্ট দেখে সিফাত ও তার মায়ের পাশে দাঁড়িয়েছেন।’
সিফাতের মা শিল্পী খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘আজকের পত্রিকা ও সময় টেলিভিশনের সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মামুন বিশ্বাস ভাইসহ যাঁরা আমার উপকার করলেন, তাঁদের জন্য আল্লাহর কাছে সারা জীবন দোয়া করব।’
এর আগে গত ১৭ জুলাই আজকের পত্রিকার অনলাইনে ‘চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সিফাতের ছোট্ট কাঁধে সংসারের দায়িত্ব’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
সিরাজগঞ্জের কামারখন্দের সেই সিফাতকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আজকের পত্রিকায় প্রকাশিত সংবাদের সূত্র ধরে এক ব্যক্তি ফেসবুকে পোস্ট দেন। সেই পোস্টে সাড়া দিয়ে অনেকে আর্থিক সহযোগিতা করেন। গতকাল বৃহস্পতিবার ওই টাকা সিফাতের মায়ের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
এলাকায় মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত মামুন বিশ্বাস নামের এক ব্যক্তি গতকাল বৃহস্পতিবার সকালে সিফাতের বাড়ি গিয়ে ১ লাখ ৩ হাজার টাকা এবং ১১ হাজার টাকার নিত্যপ্রয়োজনীয় জিনিস, ওষুধ ও সিফাতকে নতুন পোশাক দেন।
মামুন বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, চতুর্থ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী সিফাত ৫০ টাকার বিনিময়ে একটি চা-পরোটার দোকানে কাজ করে। সেই টাকায় মায়ের চিকিৎসা, বাজার খরচ ও নিজের স্কুলের খরচ চালায়। এ রকম খবর পাওয়ার পর স্থানীয় একজনের মাধ্যমে ছবি ও তথ্য সংগ্রহ করে নিজের ফেসবুকে পোস্ট দেন।
সেই পোস্ট দেখে অনেকে আর্থিক সহায়তা দেন। তাতে ১ লাখ ১৪ হাজার টাকা সংগ্রহ হয়। পরে সেই টাকায় সিফাতের মায়ের ওষুধ, সিফাতের স্কুলের পোশাক, নিত্যপ্রয়োজনীয় জিনিস ও নগদ ১ লাখ ৩ হাজার টাকা তার মায়ের হাতে তুলে দেওয়া হয়। এ ছাড়া প্রতি মাসে সিফাতের পরিবারের জন্য ডা. ইতি নামের একজন ২ হাজার ৫০০ টাকা করে দেবেন বলে প্রতিশ্রুতি দেন।
মামুন বিশ্বাস আরও বলেন, ‘মানবতার টানে মানুষের পাশে থাকার চেষ্টা করি। হতদরিদ্র ও অসহায় মানুষের জন্য কিছু করতে পারলে ভালো লাগে। কৃতজ্ঞতা তাদের প্রতি, যারা ফেসবুকে পোস্ট দেখে সিফাত ও তার মায়ের পাশে দাঁড়িয়েছেন।’
সিফাতের মা শিল্পী খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘আজকের পত্রিকা ও সময় টেলিভিশনের সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মামুন বিশ্বাস ভাইসহ যাঁরা আমার উপকার করলেন, তাঁদের জন্য আল্লাহর কাছে সারা জীবন দোয়া করব।’
এর আগে গত ১৭ জুলাই আজকের পত্রিকার অনলাইনে ‘চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সিফাতের ছোট্ট কাঁধে সংসারের দায়িত্ব’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
টাঙ্গাইলের মধুপুরে শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক শিক্ষককে জুতাপেটা করেছেন নারী অভিভাবকেরা। আজ বুধবার দুপুরে মধুপুরের আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এই ঘটনা ঘটে। তবে ওই শিক্ষক বলছেন, স্থানীয় এক যুবককে শাসন করায় সে ষড়যন্ত্র করে এ ঘটনা ঘটিয়েছে।
২১ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে সম্প্রতি ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল প্রশাসন। সেই তালিকায় মারধরে নিহত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার নামও রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
৩৯ মিনিট আগেঅধ্যক্ষকে পদত্যাগে ‘বাধ্য করানোর চেষ্টা’ ও ‘হেনস্তা’ করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ছাড়া অন্য সব চিকিৎসাসেবা বন্ধ রয়ে
৪০ মিনিট আগেখুলনায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগে