ফরিদপুরে অটোরিকশা ছিনতাই ও চালককে হত্যার মামলায় ৪ জনের যাবজ্জীবন
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ৭ মার্চ ফরিদপুর জেলা সদরের লক্ষীদাসের হাট এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেন কোতয়ালী থানা পুলিশ। ওইদিনই লাশটি রাজবাড়ী জেলা সদরের পাচুড়িয়া গোপ্তমানিক গ্রামের সিদ্দিক তালুকদারের ছেলে ফারুক তালুকদারের (৩৬) বলে শনাক্ত করেন নিহতের পরিবার।