ফরিদপুর জিয়া মঞ্চ: হত্যাসহ ২০ মামলার আসামি সভাপতি, জেলা ও উপজেলা কমিটি স্থগিত
সদর উপজেলার আংশিক কমিটির সভাপতি করা হয়েছিল ফরিদপুর সদরের কানাইপুরের আলোচিত ওবায়দুর হত্যা মামলার প্রধান আসামি খায়রুজ্জামান ওরফে খাজাকে। খায়রুজ্জামানের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় অস্ত্র, চাঁদাবাজি, ডাকাতি, দস্যুতাসহ অন্তত ২০টি মামলা রয়েছে। পরে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।