নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক মন্ত্রী ও ফরিদপুর–৩ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সাবেক শ্বশুর। আজ রোববার মামলাটি দায়ের করা হয়। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।
দুদক মহাপরিচালক বলেন, ‘সাবেক স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের নামে ৩৫ কোটি ১৮ লাখ কোটি ৭৯ হাজার ৭৭ টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। বিপুল এই সম্পদ তার বৈধ আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ।’
তিনি জানান, এ ছাড়া ১৫টি ব্যাংক হিসাবে ৯৯ কোটি ২১ লাখ ১৮ হাজার ৮৪২ টাকা ও ১১ লাখ ৩৩ হাজার ৮১৬ মার্কিন ডলার লেনদেন করেছেন। এই লেনদেন কে অস্বাভাবিক বলছে দুদক।
মামলার এজাহারে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন—২০০৪ এর ২৭ (১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন—২০১২ এর ৪ (২) (৩) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ২০০৮, ২০১৪ ও ২০১৮ এই তিনটি জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর–৩ সংসদীয় আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০৯ প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী হন। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফকে সরিয়ে তাঁকে স্থানীয় সরকার মন্ত্রী করা হয়।
২০২২ সালে ৯ মার্চ দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় চার্জশিটভুক্ত আসামি মোশাররফ হোসেনের ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে গ্রেপ্তার করে পুলিশ। এই মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। একই মামলায় ২০২০ সাল থেকে মোশাররফ হোসেনের দুই সহযোগী সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলও কারাগারে রয়েছেন আটক করে পুলিশ।
গত বছরের ২১ অক্টোবর বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। প্রায় সাত মাস পর সংস্থাটির অনুসন্ধান শেষে মামলা করেছে সংস্থাটি। তিনি ২০২২ থেকে সুইজারল্যান্ডে বসবাস করছেন।
সাবেক মন্ত্রী ও ফরিদপুর–৩ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সাবেক শ্বশুর। আজ রোববার মামলাটি দায়ের করা হয়। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।
দুদক মহাপরিচালক বলেন, ‘সাবেক স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের নামে ৩৫ কোটি ১৮ লাখ কোটি ৭৯ হাজার ৭৭ টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। বিপুল এই সম্পদ তার বৈধ আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ।’
তিনি জানান, এ ছাড়া ১৫টি ব্যাংক হিসাবে ৯৯ কোটি ২১ লাখ ১৮ হাজার ৮৪২ টাকা ও ১১ লাখ ৩৩ হাজার ৮১৬ মার্কিন ডলার লেনদেন করেছেন। এই লেনদেন কে অস্বাভাবিক বলছে দুদক।
মামলার এজাহারে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন—২০০৪ এর ২৭ (১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন—২০১২ এর ৪ (২) (৩) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ২০০৮, ২০১৪ ও ২০১৮ এই তিনটি জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর–৩ সংসদীয় আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০৯ প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী হন। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফকে সরিয়ে তাঁকে স্থানীয় সরকার মন্ত্রী করা হয়।
২০২২ সালে ৯ মার্চ দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় চার্জশিটভুক্ত আসামি মোশাররফ হোসেনের ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে গ্রেপ্তার করে পুলিশ। এই মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। একই মামলায় ২০২০ সাল থেকে মোশাররফ হোসেনের দুই সহযোগী সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলও কারাগারে রয়েছেন আটক করে পুলিশ।
গত বছরের ২১ অক্টোবর বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। প্রায় সাত মাস পর সংস্থাটির অনুসন্ধান শেষে মামলা করেছে সংস্থাটি। তিনি ২০২২ থেকে সুইজারল্যান্ডে বসবাস করছেন।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) যৌন হয়রানির অভিযোগে এক অধ্যাপককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি হলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলাম। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর নির্দেশক্রমে রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ স্বাক্ষরিত এক
১৯ মিনিট আগেকুড়িগ্রামের নাগেশ্বরীতে পল্লিচিকিৎসক আলমগীর হোসেনের ভুল চিকিৎসায় নুরজাহান (৯) নামের এক শিশুর সারা শরীর ঝলসে গেছে বলে অভিযোগ উঠেছে। রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুটি। হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ নূরুন্নবী বলেছেন, রোগীর শারীরিক অবস্থা দেখে প্রাথমিকভাবে
২৪ মিনিট আগেনলডাঙ্গা মাধনগর রেলস্টেশনের পলাশীতলা রেললাইনে লোহার শিকল পেঁচিয়ে তালাবদ্ধ করে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেল কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিকল কেটে রেললাইন শঙ্কামুক্ত করেন। এ ঘটনায় ঢাকা ছেড়ে আসা আন্তনগর একটি ট্রেন ১ ঘণ্টা বিলম্বে যাত্রা করে।
২৮ মিনিট আগেগত বছর বাংলাদেশে চলমান জুলাই আন্দোলনে সংহতি প্রকাশ করায় সংযুক্ত আরব আমিরাতে আটক ২৬ জন প্রবাসী বাংলাদেশিকে দ্রুত মুক্তি ও দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াস্পোরা অ্যালায়েন্স।
৩৪ মিনিট আগে