ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার দায়ে আসাদুজ্জামান ওরফে বাচ্চু শেখ (৪০) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানারও আদেশ দেওয়া হয়। আজ বুধবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন মামলার এই রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসাদুজ্জামান ওরফে বাচ্চু শেখ আদালতে উপস্থিত ছিলেন। তিনি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কানাই মাতুব্বরের পাড়ার ছাত্তার শেখের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, বাচ্চু শেখের বিরুদ্ধে প্রথম স্ত্রীকে হত্যার অভিযোগে মামলা রয়েছে। রাজবাড়ী আদালতে ওই মামলা বিচারাধীন। তিনি দ্বিতীয় বিয়ে করলে সেই স্ত্রীর সঙ্গেও বিচ্ছেদ হয়ে যায়। এরপর তৃতীয় স্ত্রী হিসেবে ফরিদপুরের মধুখালী পৌরসভার ভাটিকান্দি মথুরাপুরের মতিয়ার শেখের মেয়ে শান্তা আক্তারকে (২২) বিয়ে করেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, ২০২২ সালের ২৬ অক্টোবর ফরিদপুর জেলা সদরের দ্বিরাজতুল্লাহ মাতুব্বরের ডাঙ্গী এলাকার এমবিএ নামের একটি মুরগির খামারের ঘর থেকে শান্তার মরদেহ উদ্ধার করেন কোতোয়ালি থানা-পুলিশ। তাঁরা দুজনেই ওই খামারে শ্রমিক হিসেবে কাজ করতেন। ঘটনার পর স্বামী বাচ্চু শেখ ওই খামার থেকে পালিয়ে যান। এর দুই দিন পর কোতোয়ালি থানায় বাচ্চু শেখকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন নিহতের মা জরিনা বেগম।
এজাহারে বলা হয়, বিয়ের পর থেকে যৌতুকের জন্য শান্তাকে বিভিন্ন সময় নির্যাতন করে আসছিলেন বাচ্চু শেখ। একপর্যায়ে শান্তাকে তালাকও দেন। কিছুদিন পর নিজের ভুল হয়েছে বলে ক্ষমা চেয়ে শান্তাকে পুনরায় বিয়ে করেন। এরপর তাঁরা ওই মুরগির খামারে কাজ শুরু করেন। কিন্তু যৌতুকের জন্য পুনরায় বিভিন্ন সময় নির্যাতন চালাতে থাকেন। ২০২২ সালের ২৫ অক্টোবর আসামি তাঁকে ফোন কল করে জানান, তাঁর মেয়ে খুব অসুস্থ। এরপর রাতে আর ফোন না ধরলে পরের দিন ওই এলাকায় এসে তালাবদ্ধ ঘরে তাঁর মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
ঘটনার পর আসামি পালিয়ে গেলেও ২০২৩ সালের ২৫ মার্চ তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। একই বছরের ১৬ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক সুজন বিশ্বাস ও জাহাঙ্গীর আলম।
রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের সরকারি কৌঁসুলি গোলাম রব্বানী ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ১০ জনের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে মামলার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক একমাত্র আসামির মৃত্যুদণ্ডের রায় দেন। আমরা এই আদেশে সন্তুষ্ট।
ফরিদপুরে যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার দায়ে আসাদুজ্জামান ওরফে বাচ্চু শেখ (৪০) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানারও আদেশ দেওয়া হয়। আজ বুধবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন মামলার এই রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসাদুজ্জামান ওরফে বাচ্চু শেখ আদালতে উপস্থিত ছিলেন। তিনি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কানাই মাতুব্বরের পাড়ার ছাত্তার শেখের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, বাচ্চু শেখের বিরুদ্ধে প্রথম স্ত্রীকে হত্যার অভিযোগে মামলা রয়েছে। রাজবাড়ী আদালতে ওই মামলা বিচারাধীন। তিনি দ্বিতীয় বিয়ে করলে সেই স্ত্রীর সঙ্গেও বিচ্ছেদ হয়ে যায়। এরপর তৃতীয় স্ত্রী হিসেবে ফরিদপুরের মধুখালী পৌরসভার ভাটিকান্দি মথুরাপুরের মতিয়ার শেখের মেয়ে শান্তা আক্তারকে (২২) বিয়ে করেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, ২০২২ সালের ২৬ অক্টোবর ফরিদপুর জেলা সদরের দ্বিরাজতুল্লাহ মাতুব্বরের ডাঙ্গী এলাকার এমবিএ নামের একটি মুরগির খামারের ঘর থেকে শান্তার মরদেহ উদ্ধার করেন কোতোয়ালি থানা-পুলিশ। তাঁরা দুজনেই ওই খামারে শ্রমিক হিসেবে কাজ করতেন। ঘটনার পর স্বামী বাচ্চু শেখ ওই খামার থেকে পালিয়ে যান। এর দুই দিন পর কোতোয়ালি থানায় বাচ্চু শেখকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন নিহতের মা জরিনা বেগম।
এজাহারে বলা হয়, বিয়ের পর থেকে যৌতুকের জন্য শান্তাকে বিভিন্ন সময় নির্যাতন করে আসছিলেন বাচ্চু শেখ। একপর্যায়ে শান্তাকে তালাকও দেন। কিছুদিন পর নিজের ভুল হয়েছে বলে ক্ষমা চেয়ে শান্তাকে পুনরায় বিয়ে করেন। এরপর তাঁরা ওই মুরগির খামারে কাজ শুরু করেন। কিন্তু যৌতুকের জন্য পুনরায় বিভিন্ন সময় নির্যাতন চালাতে থাকেন। ২০২২ সালের ২৫ অক্টোবর আসামি তাঁকে ফোন কল করে জানান, তাঁর মেয়ে খুব অসুস্থ। এরপর রাতে আর ফোন না ধরলে পরের দিন ওই এলাকায় এসে তালাবদ্ধ ঘরে তাঁর মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
ঘটনার পর আসামি পালিয়ে গেলেও ২০২৩ সালের ২৫ মার্চ তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। একই বছরের ১৬ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক সুজন বিশ্বাস ও জাহাঙ্গীর আলম।
রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের সরকারি কৌঁসুলি গোলাম রব্বানী ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ১০ জনের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে মামলার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক একমাত্র আসামির মৃত্যুদণ্ডের রায় দেন। আমরা এই আদেশে সন্তুষ্ট।
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
১৩ মিনিট আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
৪১ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
১ ঘণ্টা আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
১ ঘণ্টা আগে