ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে মারধর ও বাড়িঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় আজ শুক্রবার ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের ভবুকদিয়া এলাকায় রাত সাড়ে ৮টা থেকে প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।
হামলার শিকার বৈশাখী ইসলাম বর্ষা নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামের বাসিন্দা। তিনি সরকারি রাজেন্দ্র কলেজের এইচএসসি পরীক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলেজ শাখার সংগঠক।
জানা যায়, কয়েক দিন ধরে বৈশাখীর ছোট বোনকে উত্ত্যক্ত করে আসছিলেন বিএনপি নেতার এক সমর্থকের ছেলে শরিফ বেপারী। এর প্রতিবাদে থানায় অভিযোগ করলে আজ বিকেলে ওই এলাকায় পুলিশ যায়। এ সময় উত্ত্যক্তকারী যুবককে পুলিশ আটক করলে উত্তেজিত হয়ে ওঠেন স্থানীয়রা। তখন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক বদিউজ্জামান তারা মোল্যার নেতৃত্বে বৈশাখীকে মারধরের ঘটনা ঘটে।
এ ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বৈশাখী ইসলাম বর্ষার বাড়িতে ছুটে যান। তখন তাঁদের ওপর চড়াও হন স্থানীয় বিএনপির সমর্থকেরা। এ সময় এক পুলিশ সদস্যকেও মারধর ও গাড়ির ওপর হামলা চালায় উত্তেজিতরা। এর প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
অবরোধ চলাকালীন যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী এবং স্থানীয় বিশিষ্টজনদের অনুরোধে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবরোধ তুলে নেন। এর ফলে রাত ১০টার দিকে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।
বৈশাখী ইসলাম বর্ষা জানান, বোনের উত্ত্যক্তের প্রতিবাদ করায় আজ বিকেলে পুলিশের সামনে তাঁকে চুলের মুঠি ধরে রাস্তায় ফেলে মারধর করা হয়। তিনি বলেন, ‘আমাকে মারধর করার সময় বলে, আমাদের ছাড়া পুলিশের কাছে গেছিস কেন, এলাকায় কোনো সমন্বয়গিরি চলবে না।’ পরে এই নেত্রী ফেসবুকে লাইভে বিষয়টি তুলে ধরেন। এরপরই উত্তেজনা সৃষ্টি হয়। রাতেই তাঁর বাড়িতে হামলা চালানো হয় বলে জানান। রাত ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সেনাবাহিনী ও পুলিশ।
এ বিষয়ে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র জেবা তাহসিন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি শুনে আমরা ওর বাড়িতে ছুটে গেলে আমাদের ওপর চড়াও হন। আমরা বোনের ওপর হামলাকারীদের বিচার চাই।’ এ বিষয়ে জানতে বিএনপি নেতা বদিউজ্জামান তারা মোল্যার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (নগরকান্দা সার্কেলের অতিরিক্ত দায়িত্বরত) আসিফ ইকবাল বলেন, একটি মেয়েকে উত্ত্যক্তের ঘটনাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করা হয়। এ ছাড়া উত্ত্যক্তকারী যুবক শরীফ বেপারীকে আটক করা হয়েছে এবং সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান চলছে।
ফরিদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে মারধর ও বাড়িঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় আজ শুক্রবার ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের ভবুকদিয়া এলাকায় রাত সাড়ে ৮টা থেকে প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।
হামলার শিকার বৈশাখী ইসলাম বর্ষা নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামের বাসিন্দা। তিনি সরকারি রাজেন্দ্র কলেজের এইচএসসি পরীক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলেজ শাখার সংগঠক।
জানা যায়, কয়েক দিন ধরে বৈশাখীর ছোট বোনকে উত্ত্যক্ত করে আসছিলেন বিএনপি নেতার এক সমর্থকের ছেলে শরিফ বেপারী। এর প্রতিবাদে থানায় অভিযোগ করলে আজ বিকেলে ওই এলাকায় পুলিশ যায়। এ সময় উত্ত্যক্তকারী যুবককে পুলিশ আটক করলে উত্তেজিত হয়ে ওঠেন স্থানীয়রা। তখন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক বদিউজ্জামান তারা মোল্যার নেতৃত্বে বৈশাখীকে মারধরের ঘটনা ঘটে।
এ ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বৈশাখী ইসলাম বর্ষার বাড়িতে ছুটে যান। তখন তাঁদের ওপর চড়াও হন স্থানীয় বিএনপির সমর্থকেরা। এ সময় এক পুলিশ সদস্যকেও মারধর ও গাড়ির ওপর হামলা চালায় উত্তেজিতরা। এর প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
অবরোধ চলাকালীন যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী এবং স্থানীয় বিশিষ্টজনদের অনুরোধে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবরোধ তুলে নেন। এর ফলে রাত ১০টার দিকে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।
বৈশাখী ইসলাম বর্ষা জানান, বোনের উত্ত্যক্তের প্রতিবাদ করায় আজ বিকেলে পুলিশের সামনে তাঁকে চুলের মুঠি ধরে রাস্তায় ফেলে মারধর করা হয়। তিনি বলেন, ‘আমাকে মারধর করার সময় বলে, আমাদের ছাড়া পুলিশের কাছে গেছিস কেন, এলাকায় কোনো সমন্বয়গিরি চলবে না।’ পরে এই নেত্রী ফেসবুকে লাইভে বিষয়টি তুলে ধরেন। এরপরই উত্তেজনা সৃষ্টি হয়। রাতেই তাঁর বাড়িতে হামলা চালানো হয় বলে জানান। রাত ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সেনাবাহিনী ও পুলিশ।
এ বিষয়ে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র জেবা তাহসিন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি শুনে আমরা ওর বাড়িতে ছুটে গেলে আমাদের ওপর চড়াও হন। আমরা বোনের ওপর হামলাকারীদের বিচার চাই।’ এ বিষয়ে জানতে বিএনপি নেতা বদিউজ্জামান তারা মোল্যার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (নগরকান্দা সার্কেলের অতিরিক্ত দায়িত্বরত) আসিফ ইকবাল বলেন, একটি মেয়েকে উত্ত্যক্তের ঘটনাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করা হয়। এ ছাড়া উত্ত্যক্তকারী যুবক শরীফ বেপারীকে আটক করা হয়েছে এবং সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান চলছে।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) যৌন হয়রানির অভিযোগে এক অধ্যাপককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি হলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলাম। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর নির্দেশক্রমে রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ স্বাক্ষরিত এক
৯ মিনিট আগেকুড়িগ্রামের নাগেশ্বরীতে পল্লিচিকিৎসক আলমগীর হোসেনের ভুল চিকিৎসায় নুরজাহান (৯) নামের এক শিশুর সারা শরীর ঝলসে গেছে বলে অভিযোগ উঠেছে। রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুটি। হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ নূরুন্নবী বলেছেন, রোগীর শারীরিক অবস্থা দেখে প্রাথমিকভাবে
১৪ মিনিট আগেনলডাঙ্গা মাধনগর রেলস্টেশনের পলাশীতলা রেললাইনে লোহার শিকল পেঁচিয়ে তালাবদ্ধ করে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেল কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিকল কেটে রেললাইন শঙ্কামুক্ত করেন। এ ঘটনায় ঢাকা ছেড়ে আসা আন্তনগর একটি ট্রেন ১ ঘণ্টা বিলম্বে যাত্রা করে।
১৯ মিনিট আগেগত বছর বাংলাদেশে চলমান জুলাই আন্দোলনে সংহতি প্রকাশ করায় সংযুক্ত আরব আমিরাতে আটক ২৬ জন প্রবাসী বাংলাদেশিকে দ্রুত মুক্তি ও দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াস্পোরা অ্যালায়েন্স।
২৪ মিনিট আগে