বন্দিদশা থেকে মুক্ত আকাশে উড়ল তিন শতাধিক বক
নাটোরের গুরুদাসপুরে শিকারিদের ফাঁদ থেকে প্রায় তিন শতাধিক বক উদ্ধার করে অবমুক্ত করেছেন গুরুদাসপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। আজ মঙ্গলবার সকালে উপজেলার খুবজীপুর, বিলশা, হরদমা, দিঘদারিয়া, যোগেন্দ্রনগর, পৌর সদরের বিলসাসহ প্রায় ১০টি মাঠে অভিযান চালানো হয়। পরিবেশ কর্মীদের সঙ্গে নিয়ে অভিযান পরিচা