Ajker Patrika

মুক্ত আকাশে উড়ল শতাধিক বক

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ২০: ০৯
মুক্ত আকাশে উড়ল শতাধিক বক

নাটোরের গুরুদাসপুরে শিকারির ফাঁদ থেকে উদ্ধার করে শতাধিক বক অবমুক্ত করা হয়েছে। আজ সোমবার চলনবিলের স্থানীয় কয়েক ব্যক্তি শতাধিক বক উদ্ধার করেন। এর মধ্যে ২০টি শিকারি বক ছিল। এরপর তাঁরা সেগুলো অবমুক্ত করেন।

তবে এ সময় শিকারিরা পালিয়ে যাওয়ায় তাদের ধরা সম্ভব হয়নি। মাঠের মধ্যেই কিছু বক মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হয়। পরে অবশিষ্ট পাখিগুলো গুরুদাসপুরের পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ আলী মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবদুল বারী, গণমাধ্যমকর্মীসহ আরও অনেকের উপস্থিতিতে অবমুক্ত করা হয়।

এ বিষয়ে গণমাধ্যমকর্মী নাজমুল হাসান বলেন, উপজেলাজুড়েই চলছে পাখি শিকারের মহা উৎসব। উপজেলার প্রতিটি মাঠে অবাধে পাখি শিকার করা হচ্ছে। এতে প্রশাসনের কোনো কার্যকরী ভূমিকা এখন পর্যন্ত চোখে পড়েনি। শিকার করা পাখিগুলো স্থানীয় বাজারসহ বিভিন্ন জায়গায় প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে। প্রশাসনের উচিত দ্রুত অভিযান পরিচালনা করে পাখি শিকার বন্ধ করা। 

পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী মোল্লা বলেন, পাখি শিকার দণ্ডনীয় অপরাধ। যেসব অসাধু ব্যক্তি পাখি শিকার করছে, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। তা ছাড়াও পৌর সদরের বিভিন্ন মাঠে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হবে। প্রশাসনকে এ বিষয়ে কঠোর হতে হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন বলেন, ‘উপজেলা প্রশাসন বক শিকারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। আমরা আমাদের সোর্সের মাধ্যমে খবর রাখছি। খবর পেলে সেখানে অভিযান চালিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত