Ajker Patrika

বন্দিদশা থেকে মুক্ত আকাশে উড়ল তিন শতাধিক বক

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৮: ৩২
বন্দিদশা থেকে মুক্ত আকাশে উড়ল তিন শতাধিক বক

নাটোরের গুরুদাসপুরে শিকারিদের ফাঁদ থেকে তিন শতাধিক বক উদ্ধার করে অবমুক্ত করেছেন গুরুদাসপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তমাল হোসেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার খুবজীপুর, বিলশা, হরদমা, দিঘদারিয়া, যোগেন্দ্রনগর, পৌর সদরের বিলসাসহ প্রায় ১০টি মাঠে অভিযান চালানো হয়। পরিবেশকর্মীদের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন ইউএনও।

এ অভিযানে পাখি শিকার করার ১৫টি ফাঁদ ধ্বংস করা হয় এবং ১৫টি শিকারি বক উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। এর মধ্যে দুই শতাধিক বক বস্তাবন্দী ও শতাধিক বক খাঁচায় বন্দী অবস্থায় উদ্ধার করা হয়। পরে মাঠের মধ্যেই পরিবেশকর্মীদের সঙ্গে নিয়ে বকগুলো অবমুক্ত করেন তিনি। 

গুরুদাসপুরের ইউএনও আজকের পত্রিকাকে বলেন, পাখি শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ। জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসন নিয়মিত উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করবে। মঙ্গলবার ভোর থেকে উপজেলার ১০টি মাঠে গিয়ে তিন শতাধিক বক পাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। তা ছাড়াও উপজেলাব্যাপী পাখি শিকার বন্ধ করতে বিভিন্ন প্রচার চালানো হচ্ছে। উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। 

ইউএনওর উপস্থিতি টের পেয়ে সবকিছু রেখে পালিয়ে যান পাখি শিকারিরা। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশকর্মী নাজমুল হাসান, মেহেদি হাসান তানিম, রাসেল আহমেদ, সাদেক হাসান ও মনির হোসেনসহ আরও অনেকে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত