কর্মসূচির চাল তোলা হলো মৃত ব্যক্তির নামে, পুরুষের কার্ডে নারীর ছবি
মোয়াজ্জিম হোসেন মারা গেছেন প্রায় এক বছর আগে। কিন্তু মৃত্যুর পর তাঁর নামে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজির চাল একাধিক বার তোলা হয়েছে। পরিবারের লোকজন জানেন না তাঁর নামে কার্ড রয়েছে। আবার পুরুষের নামের পাশে আছে নারীর ছবি। প্রবাসী ব্যক্তির নামে আছে কার্ড। এমন কৌশলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাৎ করার অ