পত্রিকা বিক্রিই চম্পার শক্তি
এত দিন পর সেই প্রশ্নের উত্তর খোঁজার কোনো ইচ্ছেই হয় না মধ্য ত্রিশের জান্নাতুল সরকার চম্পার। অতীতের গল্প বরং দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসে বুক থেকে। ইউনিয়ন পার্শ্ব ডাঙ্গা, গ্রাম মল্লিক বাইন, উপজেলা চাটমোহর, জেলা পাবনা। এই ছিল তাঁর ঠিকানা। ভাগ্যের বদল হলেও ঠিকানা একই রয়েছে।