চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহরে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে গ্রেপ্তার হওয়া ফার্নিচার ব্যবসায়ী রফিকুল ইসলাম লফিনের মুক্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে।
আজ রোববার দুপুরে উপজেলার পাঁচুরিয়া গ্রামে এলাকাবাসী, অভিভাবক ও শিক্ষাথীদের একটি অংশ এ কর্মসূচির আয়োজন করে। শুরুতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে স্থানীয় সড়ক প্রদক্ষিণ করেন তাঁরা। পরে মুক্তিযোদ্ধা আদর্শ উচ্চবিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তারা রফিকুল ইসলাম লফিনের বিরুদ্ধে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি করে বলেন, মুক্তিযোদ্ধা আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ করেছিলেন রফিকুল ইসলাম। এ কারণে ক্ষুব্ধ হয়ে স্কুলের কতিপয় শিক্ষক, অভিভাবক ও ছাত্রীদের ভুল বুঝিয়ে রফিকুল ইসলামের বিরুদ্ধে থানায় ছাত্রীদের উত্ত্যক্ত করার মিথ্যা অভিযোগ দেন প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম।
সেই অভিযোগে সম্প্রতি রফিকুলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। যে অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে—তা মিথ্যা ও বানোয়াট। তাঁকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে উল্লেখ করে রফিকুল ইসলাম লফিনের মুক্তির দাবি জানান তাঁরা।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান আনছু, ৯ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বর আব্দুস সামাদ, অভিভাবক শফিকুল ইসলাম, আব্দুল আওয়াল, আলমগীর হোসেন, রেখা খাতুন, নবম শ্রেণির ছাত্রী তমা খাতুন প্রমুখ।
এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এখন রফিকুলের দোষ ঢাকার জন্য, মামলার সাজা থেকে মওকুফ পাওয়ার জন্য এসব মিথ্যা কথা বলা হচ্ছে। নিজেদের আত্মীয়স্বজন আর লোকজন ভাড়া করে এনে বিক্ষোভ মানববন্ধন করেছে তারা। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে তা সঠিক নয়।’
উল্লেখ্য, পাঁচুরিয়া মুক্তিযোদ্ধা আদর্শ উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের নানাভাবে উত্ত্যক্ত করার অভিযোগে স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী রফিকুল ইসলাম লফিনের গ্রেপ্তার দাবিতে গত ২৪ জুন বিদ্যালয় মাঠে মানববন্ধন করেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর একটি অংশ। ওই দিন রাতে চাটমোহর থানায় লিখিত অভিযোগ দেন প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম। পরদিন ২৫ জুন রাতে অভিযুক্ত রফিকুল ইসলাম লফিনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।
পাবনার চাটমোহরে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে গ্রেপ্তার হওয়া ফার্নিচার ব্যবসায়ী রফিকুল ইসলাম লফিনের মুক্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে।
আজ রোববার দুপুরে উপজেলার পাঁচুরিয়া গ্রামে এলাকাবাসী, অভিভাবক ও শিক্ষাথীদের একটি অংশ এ কর্মসূচির আয়োজন করে। শুরুতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে স্থানীয় সড়ক প্রদক্ষিণ করেন তাঁরা। পরে মুক্তিযোদ্ধা আদর্শ উচ্চবিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তারা রফিকুল ইসলাম লফিনের বিরুদ্ধে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি করে বলেন, মুক্তিযোদ্ধা আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ করেছিলেন রফিকুল ইসলাম। এ কারণে ক্ষুব্ধ হয়ে স্কুলের কতিপয় শিক্ষক, অভিভাবক ও ছাত্রীদের ভুল বুঝিয়ে রফিকুল ইসলামের বিরুদ্ধে থানায় ছাত্রীদের উত্ত্যক্ত করার মিথ্যা অভিযোগ দেন প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম।
সেই অভিযোগে সম্প্রতি রফিকুলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। যে অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে—তা মিথ্যা ও বানোয়াট। তাঁকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে উল্লেখ করে রফিকুল ইসলাম লফিনের মুক্তির দাবি জানান তাঁরা।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান আনছু, ৯ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বর আব্দুস সামাদ, অভিভাবক শফিকুল ইসলাম, আব্দুল আওয়াল, আলমগীর হোসেন, রেখা খাতুন, নবম শ্রেণির ছাত্রী তমা খাতুন প্রমুখ।
এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এখন রফিকুলের দোষ ঢাকার জন্য, মামলার সাজা থেকে মওকুফ পাওয়ার জন্য এসব মিথ্যা কথা বলা হচ্ছে। নিজেদের আত্মীয়স্বজন আর লোকজন ভাড়া করে এনে বিক্ষোভ মানববন্ধন করেছে তারা। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে তা সঠিক নয়।’
উল্লেখ্য, পাঁচুরিয়া মুক্তিযোদ্ধা আদর্শ উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের নানাভাবে উত্ত্যক্ত করার অভিযোগে স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী রফিকুল ইসলাম লফিনের গ্রেপ্তার দাবিতে গত ২৪ জুন বিদ্যালয় মাঠে মানববন্ধন করেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর একটি অংশ। ওই দিন রাতে চাটমোহর থানায় লিখিত অভিযোগ দেন প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম। পরদিন ২৫ জুন রাতে অভিযুক্ত রফিকুল ইসলাম লফিনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৩ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৬ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৭ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫