‘ভেজাল বীজে’ ধানে চিটে, দিশেহারা কৃষকেরা
নাটোরের নলডাঙ্গায় সীড স্বর্ণা-৫, ব্রি-২৯, দিনাজপুর সীড-ব্রি-২৯ ও সম্পারানী জাতের বীজ আমন মৌসুমে রোপণ করায় সময়ের আগেই গজিয়েছে ধানের শিষ। এতে অপরিপক্ব হওয়ার আগেই অধিকাংশতেই ধরেছে চিটা। আর ফলন বিপর্যয়ে দিশেহারা কৃষকেরা।