নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গায় সীড স্বর্ণা-৫, ব্রি-২৯, দিনাজপুর সীড-ব্রি-২৯ ও সম্পারানী জাতের বীজ আমন মৌসুমে রোপণ করায় সময়ের আগেই গজিয়েছে ধানের শিষ। এতে অপরিপক্ব হওয়ার আগেই অধিকাংশতেই ধরেছে চিটা। আর ফলন বিপর্যয়ে দিশেহারা কৃষকেরা।
নলডাঙ্গা বাজারের একটি দোকান থেকে বীজ কিনে এ প্রতারণার শিকার হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা কৃষি কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন কৃষকেরা। ক্ষতিপূরণের দাবি জানিয়ে মানববন্ধন করেন তাঁরা।
ক্ষতিগ্রস্ত কৃষকদের লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার বেলঘরিয়া, নশরৎপুর, সাহেব ভিটা মাঠের প্রায় ৫০ বিঘা জমিতে প্রিমিয়াম সীড স্বর্ণা-৫, ব্রি-২৯, দিনাজপুর সীড-ব্রি-২৯ ও সম্পারানী কোম্পানির বীজ বপন করে প্রতারিত হয়েছে শতাধিক কৃষক। এ মাঠের বপন করা জমিতে দেখা যায় সময়ের আগেই গজিয়েছে ধানের শিষ, অপরিপক্ব হওয়ার আগেই অধিকাংশতেই ধরেছে চিটে।
বেলঘরিয়া দক্ষিণপাড়া গ্রামের কৃষক হায়দার আলী বলেন, ‘আমার ৫ বিঘা জমিতে নলডাঙ্গা বাজারের সেলিম বীজ ভান্ডার থেকে প্রিমিয়াম সীড ব্রি-২৯ জাতের ধান রোপণ করে প্রতারণার শিকার হয়েছি। ধানের শিষ বের হওয়ার পর দেখা যায় অধিকাংশ ধানের শিষ চিটা হয়ে মরে যাচ্ছে। এতে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছি।’
ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত কৃষক আলাল শেখ, আব্দুর রহমান, চান্দু শেখ, মাসুদ শেখ, দোলোরা খাতুন অভিযোগ করে বলেন, বাজার থেকে বীজ কিনে জমিতে রোপণ করে আমাদের সর্বনাশ হয়েছে। এ ধান দিয়ে আমাদের পরিবারের সারা বছরের তিন বেলা খাবার জোটে। কিন্তু এখন এসব জমির ধান চিটা হয়ে ফলন বিপর্যয় ঘটেছে। আমরা পরিবার নিয়ে কি খাব? এ জমিগুলো এসব ধান রোপণ, সেচ সার কীটনাশক প্রয়োগ করে বিঘা প্রতি ১০-১৫ হাজার টাকা খরচ হয়েছে। আমরা ক্ষতিপূরণ ও বিচার দাবি করে ইউএনও ও কৃষি কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু এখনো কোনো প্রতিকার পাইনি।
অভিযুক্ত নলডাঙ্গা বাজারের সেলিম বীজ ভান্ডারের মালিক আহাদ আলী বলেন, ‘বোরো মৌসুমের প্রিমিয়াম সীড ব্রি-২৯ ও স্বর্ণা-৫ জাতের বীজ ছিল সেগুলো কৃষকদের কাছে বিক্রি করেছি। আমি দিনাজপুর থেকে বীজগুলো সংগ্রহ করি। বীজগুলোর চারা গজিয়েছে ফলন না হলে আমাদের কিছু করার নাই।’
ইউএনও দেওয়ান আকরামুল হক বলেন, ‘কৃষকেরা বাজার থেকে আমন ধানের বীজ কিনে প্রতারিত হওয়ার লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি উপজেলা কৃষি বিভাগকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’
নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আব্দুল ওয়াদুদ বলেন, ‘উপজেলার কিছু কৃষক বাজার থেকে আমন ধানের বীজ কিনে রোপণ করে দেখেন ধানে চিটা হয়েছে। এ বিষয়ে কৃষকেরা লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা তদন্ত শুরু করেছি, সত্যতা পেলে বীজ ব্যবসায়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
নাটোরের নলডাঙ্গায় সীড স্বর্ণা-৫, ব্রি-২৯, দিনাজপুর সীড-ব্রি-২৯ ও সম্পারানী জাতের বীজ আমন মৌসুমে রোপণ করায় সময়ের আগেই গজিয়েছে ধানের শিষ। এতে অপরিপক্ব হওয়ার আগেই অধিকাংশতেই ধরেছে চিটা। আর ফলন বিপর্যয়ে দিশেহারা কৃষকেরা।
নলডাঙ্গা বাজারের একটি দোকান থেকে বীজ কিনে এ প্রতারণার শিকার হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা কৃষি কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন কৃষকেরা। ক্ষতিপূরণের দাবি জানিয়ে মানববন্ধন করেন তাঁরা।
ক্ষতিগ্রস্ত কৃষকদের লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার বেলঘরিয়া, নশরৎপুর, সাহেব ভিটা মাঠের প্রায় ৫০ বিঘা জমিতে প্রিমিয়াম সীড স্বর্ণা-৫, ব্রি-২৯, দিনাজপুর সীড-ব্রি-২৯ ও সম্পারানী কোম্পানির বীজ বপন করে প্রতারিত হয়েছে শতাধিক কৃষক। এ মাঠের বপন করা জমিতে দেখা যায় সময়ের আগেই গজিয়েছে ধানের শিষ, অপরিপক্ব হওয়ার আগেই অধিকাংশতেই ধরেছে চিটে।
বেলঘরিয়া দক্ষিণপাড়া গ্রামের কৃষক হায়দার আলী বলেন, ‘আমার ৫ বিঘা জমিতে নলডাঙ্গা বাজারের সেলিম বীজ ভান্ডার থেকে প্রিমিয়াম সীড ব্রি-২৯ জাতের ধান রোপণ করে প্রতারণার শিকার হয়েছি। ধানের শিষ বের হওয়ার পর দেখা যায় অধিকাংশ ধানের শিষ চিটা হয়ে মরে যাচ্ছে। এতে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছি।’
ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত কৃষক আলাল শেখ, আব্দুর রহমান, চান্দু শেখ, মাসুদ শেখ, দোলোরা খাতুন অভিযোগ করে বলেন, বাজার থেকে বীজ কিনে জমিতে রোপণ করে আমাদের সর্বনাশ হয়েছে। এ ধান দিয়ে আমাদের পরিবারের সারা বছরের তিন বেলা খাবার জোটে। কিন্তু এখন এসব জমির ধান চিটা হয়ে ফলন বিপর্যয় ঘটেছে। আমরা পরিবার নিয়ে কি খাব? এ জমিগুলো এসব ধান রোপণ, সেচ সার কীটনাশক প্রয়োগ করে বিঘা প্রতি ১০-১৫ হাজার টাকা খরচ হয়েছে। আমরা ক্ষতিপূরণ ও বিচার দাবি করে ইউএনও ও কৃষি কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু এখনো কোনো প্রতিকার পাইনি।
অভিযুক্ত নলডাঙ্গা বাজারের সেলিম বীজ ভান্ডারের মালিক আহাদ আলী বলেন, ‘বোরো মৌসুমের প্রিমিয়াম সীড ব্রি-২৯ ও স্বর্ণা-৫ জাতের বীজ ছিল সেগুলো কৃষকদের কাছে বিক্রি করেছি। আমি দিনাজপুর থেকে বীজগুলো সংগ্রহ করি। বীজগুলোর চারা গজিয়েছে ফলন না হলে আমাদের কিছু করার নাই।’
ইউএনও দেওয়ান আকরামুল হক বলেন, ‘কৃষকেরা বাজার থেকে আমন ধানের বীজ কিনে প্রতারিত হওয়ার লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি উপজেলা কৃষি বিভাগকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’
নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আব্দুল ওয়াদুদ বলেন, ‘উপজেলার কিছু কৃষক বাজার থেকে আমন ধানের বীজ কিনে রোপণ করে দেখেন ধানে চিটা হয়েছে। এ বিষয়ে কৃষকেরা লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা তদন্ত শুরু করেছি, সত্যতা পেলে বীজ ব্যবসায়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বরিশালের বাবুগঞ্জ উপজেলা বিএনপির বহুল কাঙ্ক্ষিত কাউন্সিল স্থগিত ঘোষণা করা হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর আজ শুক্রবার কাউন্সিল হওয়ার কথা থাকলেও সেটি হয়নি। দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নির্বাচনকে ঘিরে বিরোধ রোধে কেন্দ্র থেকে কাউন্সিল স্থগিত করা হয়েছে।
১ মিনিট আগেরাজধানীর ঢাকার বিমানবন্দর রেলস্টেশনের কাছে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে রেলওয়ের ঢাকা কন্ট্রোল অফিস সূত্রে জানা গেছে।
৩ মিনিট আগেদিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ দাউদপুর জোলাপাড়া গ্রামে মাদকাসক্ত দুই যুবক অপর যুবক সাজিদুল ইসলামকে (৩৮) পিটিয়ে হত্যা করেছে অভিযোগ উঠেছে। নিহত সাজিদুল একই গ্রামের মৃত অছির উদ্দিনের ছেলে। আজ শুক্রবার থানা-পুলিশ লাশ উদ্ধার করে দিনাজপুর মর্গে পাঠিয়েছে।
১০ মিনিট আগেদীর্ঘ ১১ দিন ধরে রাঙামাটির কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে পানি নিষ্কাশন করার পর অবশেষে আজ শুক্রবার সকাল ৮ টায় বন্ধ করে দেওয়া হয়েছে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট। বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।
১৯ মিনিট আগে