চড়া সুদের ঋণের ফাঁদে নিঃস্ব হচ্ছেন মানুষ
ঢাকায় রিকশা চালাতেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সাদেকুল ইসলাম। বছর দেড়েক আগে উপজেলার গৌরীপুর গ্রামের সুদ কারবারি মালেক মিয়ার কাছ থেকে ১৮ হাজার টাকা ঋণ নেন তিনি। পরে ২৩ হাজার টাকা পরিশোধও করেন। তবে মালেক মিয়ার দাবি, সুদে-আসলে আরও ৪০ হাজার টাকা দিতে হবে। তা না পারায় সাদেকুলের বাবা ও ভাইয়ের তিনটি গরু জো