Ajker Patrika

উল্লাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে ভিজিএফের চাল উদ্ধার, জরিমানা

প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) 
উল্লাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে ভিজিএফের চাল উদ্ধার, জরিমানা

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়ন থেকে ৬ হাজার ২শ কেজি ভিজিএফের চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ সময় ব্যবসায়ী হাবিবুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (১৯ জুলাই) দিবাগত রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের হাসানপুর গ্রামের হাবিবুর রহমানের বাড়িতে। হাবিবুর রহমান ওই গ্রামের মোকজেল ব্যাপারীর ছেলে। 

অভিযুক্তকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছেঘটনার সত্যতা নিশ্চিত করে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মওদুদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফের চাল হাবিবুর রহমান নামে এক ব্যক্তির বাড়িতে গচ্ছিত আছে। পরে সেখানে অভিযান চালিয়ে তাঁর ঘর থেকে ভিজিএফের জন্য বিতরণকৃত কর্মহীন, অসহায়দের ৬ হাজার ২শ কেজি চাল উদ্ধার করা হয়। 

এ সময় হাবিবুর রহমানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি উপকারভোগীদের কাছ থেকে চাল কিনেছেন বলে স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত