প্রতিনিধি উল্লাপাড়া (সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের আগরপুর গ্রামে মাটি কেটে বিক্রি করছে একটি চক্র। প্রতিদিন ট্রাকে মাটি বহন করে ইটভাটা ও বসতবাড়ির মালিকদের কাছে বিক্রি করছে তারা। তবে মাটি বহনের জন্য যে সড়ক ব্যবহার করা হচ্ছে সেই সড়কের এখন বেহাল দশা। ফলে ভোগান্তিতে পড়েছেন পথচারীরা।
সরেজমিনে দেখা যায়, প্রতিদিন এই রাস্তায় ট্রাকে করে মাটি বহন করার ফলে দুই কিমি কাঁচা ও পাকা সড়ক ভেঙে গেছে। এই মাটি নেওয়া হয় সুতাহাটি ভাটাসহ বিভিন্ন স্থানে। ট্রাকের চাকায় রাস্তায় নালার মতো তৈরি হয়েছে। কাদা পথ চলতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারীদের।
স্থানীয়রা জানান, রাস্তা নষ্ট করে মাটির ব্যবসা করছেন আরিফ ও তাঁর লোকজন। মাটিভর্তি ট্রাক চলাচল করায় বড় বড় গর্ত ও খানাখন্দ হয়েছে। বৃষ্টির দিনে কাদা হয়ে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বারবার বলা সত্ত্বেও তিনি কারও কথা শোনেননি।
স্থানীয়রা আরও জানান, সরকারি বিধিনিষেধ অমান্য করে মাটি বিক্রি করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন আরিফ। আর বেহাল সড়কের ভোগান্তিতে পড়তে হচ্ছে তাঁদের।
এ বিষয়ে জানতে চাইলে আরিফ বলেন, `আমি মৃত মোজাহার আলীর ছেলে রইচ উদ্দিনের জমি লিজ নিয়ে মাটি কেটে বিক্রি করছি।' বেহাল রাস্তার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, রাস্তার কিছু স্থানে ক্ষতি হচ্ছে; তবে শ্রমিক দিয়ে সেগুলো আবার মেরামত করে দেওয়া হবে।
উল্লাপাড়া সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খান জানান, মাটি কেটে নেওয়ার বিষয়টি জানা নেই। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের আগরপুর গ্রামে মাটি কেটে বিক্রি করছে একটি চক্র। প্রতিদিন ট্রাকে মাটি বহন করে ইটভাটা ও বসতবাড়ির মালিকদের কাছে বিক্রি করছে তারা। তবে মাটি বহনের জন্য যে সড়ক ব্যবহার করা হচ্ছে সেই সড়কের এখন বেহাল দশা। ফলে ভোগান্তিতে পড়েছেন পথচারীরা।
সরেজমিনে দেখা যায়, প্রতিদিন এই রাস্তায় ট্রাকে করে মাটি বহন করার ফলে দুই কিমি কাঁচা ও পাকা সড়ক ভেঙে গেছে। এই মাটি নেওয়া হয় সুতাহাটি ভাটাসহ বিভিন্ন স্থানে। ট্রাকের চাকায় রাস্তায় নালার মতো তৈরি হয়েছে। কাদা পথ চলতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারীদের।
স্থানীয়রা জানান, রাস্তা নষ্ট করে মাটির ব্যবসা করছেন আরিফ ও তাঁর লোকজন। মাটিভর্তি ট্রাক চলাচল করায় বড় বড় গর্ত ও খানাখন্দ হয়েছে। বৃষ্টির দিনে কাদা হয়ে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বারবার বলা সত্ত্বেও তিনি কারও কথা শোনেননি।
স্থানীয়রা আরও জানান, সরকারি বিধিনিষেধ অমান্য করে মাটি বিক্রি করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন আরিফ। আর বেহাল সড়কের ভোগান্তিতে পড়তে হচ্ছে তাঁদের।
এ বিষয়ে জানতে চাইলে আরিফ বলেন, `আমি মৃত মোজাহার আলীর ছেলে রইচ উদ্দিনের জমি লিজ নিয়ে মাটি কেটে বিক্রি করছি।' বেহাল রাস্তার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, রাস্তার কিছু স্থানে ক্ষতি হচ্ছে; তবে শ্রমিক দিয়ে সেগুলো আবার মেরামত করে দেওয়া হবে।
উল্লাপাড়া সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খান জানান, মাটি কেটে নেওয়ার বিষয়টি জানা নেই। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাদাপাথর, জাফলং, বিছনাকান্দির পর এবার লুটপাটে অস্তিত্ব হারানোর পথে সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি। সেখান থেকেও শুরু হয়েছে পাথর চুরি। দিনদুপুরে ঘটছে এসব ঘটনা। রাংপানি পর্যটনকেন্দ্র একসময় শ্রীপুর নামে পরিচিত ছিল। সালমান শাহসহ বেশ কয়েকজন জনপ্রিয় নায়কের সিনেমার শুটিং হয়েছিল সেই সময়।
১০ মিনিট আগেনদ-নদীতে পানি বাড়ায় রাজশাহী বিভাগের পাঁচ জেলায় কমপক্ষে সাড়ে ছয় হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ভাঙনের কবলে পড়েছে অনেক বাড়িঘর। গতকাল রোববার সকাল থেকে পদ্মার পানি কমছে। এর ফলে ভাঙন আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছে নদীপারের মানুষ। এদিকে রংপুরের পীরগাছায় অর্ধশত পরিবার এখন নদীভাঙনের কারণে অসহায় দিন পার করছে
২৯ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালেই ডেঙ্গুর হটস্পট রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগী ও তাঁদের স্বজনেরা।
৩২ মিনিট আগেকক্সবাজারের রামু উপজেলা সদর থেকে বাঁকখালী নদীর তীরের তিন কিলোমিটার আঁকাবাঁকা পথ বেয়ে গেলেই রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের জাদিপাড়া। সড়কের পাশ ঘেঁষে ৩০০ ফুট উঁচু পাহাড়চূড়ায় অবস্থিত প্রায় ২৫০ বছরের প্রাচীন লাওয়ে জাদি (প্যাগোডা)।
৩৭ মিনিট আগে