প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জের উল্লাপাড়ার তিতারগাড়া বিলে আবাদি জমিতে এখন পদ্মফুলের সমাহার। বছর যেতেই এ ফুলের গাছ আরও জমিতে ছড়িয়ে পড়ছে। বর্ষাকালে জমিতে পানি হতেই যার দেখা মিলছে। অনেকেই এখানে পদ্ম ফুল দেখতে আসছেন। ফুল বিক্রিকে পেশা হিসেবে নিতেও শুরু করেছেন এখানকার মানুষজন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার ব্রক্ষমকপালিয়া গ্রামের আবাদি মাঠের বিঘা বিশেক জমি জুড়ে পদ্মফুল ফুটেছে। জমিতে মৌসুমে ইরি বোরো ধান ফসলের আবাদ করা হয়। স্থানীয়দের কাছে পুরো মাঠ এলাকা তিতারগাড়া বিল নামে পরিচিতি পেয়েছে।
ব্রক্ষমকপালিয়া গ্রামের আছাদুল ইসলাম ও নুর আলমসহ একাধিক ব্যক্তি বলেন, বছর তিনেক আগে বর্ষাকালে একটি জমিতে তিন থেকে চারটি পদ্মফুলের গাছ দেখা গিয়েছিল এবং ফুল ফুটেছিল। এর পরের বছর থেকেই পদ্মফুল বেড়ে এখন বিঘা বিশেক জমিতে ছড়িয়েছে।
এলাকার এক যুবক জানান, ব্রক্ষমকপালিয়া গ্রামের ছিদাম ও সুশীলসহ অন্য এলাকার কয়েকজন এখানকার পদ্মফুল বিক্রি পেশায় জড়িত হয়েছেন। মাস খানিক হলো ভোরে এরা জমিতে নেমে ফুল তুলে বিভিন্ন এলাকায় গিয়ে বিক্রি করে। জমির মালিকেরা এতে বাধা দেওয়া কিংবা কোনো টাকা নেন না।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আজমল হক বলেন, এটি জলজ উদ্ভিদ। এর বীজ এনে মাটিতে ফেললে বর্ষাকালে জমিতে কিংবা বিলে পানি হলে পদ্ম গাছ জন্ম নেয় ও ফুল ফোটে। আর এটি দেখতে অনেক সুন্দর।
সিরাজগঞ্জের উল্লাপাড়ার তিতারগাড়া বিলে আবাদি জমিতে এখন পদ্মফুলের সমাহার। বছর যেতেই এ ফুলের গাছ আরও জমিতে ছড়িয়ে পড়ছে। বর্ষাকালে জমিতে পানি হতেই যার দেখা মিলছে। অনেকেই এখানে পদ্ম ফুল দেখতে আসছেন। ফুল বিক্রিকে পেশা হিসেবে নিতেও শুরু করেছেন এখানকার মানুষজন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার ব্রক্ষমকপালিয়া গ্রামের আবাদি মাঠের বিঘা বিশেক জমি জুড়ে পদ্মফুল ফুটেছে। জমিতে মৌসুমে ইরি বোরো ধান ফসলের আবাদ করা হয়। স্থানীয়দের কাছে পুরো মাঠ এলাকা তিতারগাড়া বিল নামে পরিচিতি পেয়েছে।
ব্রক্ষমকপালিয়া গ্রামের আছাদুল ইসলাম ও নুর আলমসহ একাধিক ব্যক্তি বলেন, বছর তিনেক আগে বর্ষাকালে একটি জমিতে তিন থেকে চারটি পদ্মফুলের গাছ দেখা গিয়েছিল এবং ফুল ফুটেছিল। এর পরের বছর থেকেই পদ্মফুল বেড়ে এখন বিঘা বিশেক জমিতে ছড়িয়েছে।
এলাকার এক যুবক জানান, ব্রক্ষমকপালিয়া গ্রামের ছিদাম ও সুশীলসহ অন্য এলাকার কয়েকজন এখানকার পদ্মফুল বিক্রি পেশায় জড়িত হয়েছেন। মাস খানিক হলো ভোরে এরা জমিতে নেমে ফুল তুলে বিভিন্ন এলাকায় গিয়ে বিক্রি করে। জমির মালিকেরা এতে বাধা দেওয়া কিংবা কোনো টাকা নেন না।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আজমল হক বলেন, এটি জলজ উদ্ভিদ। এর বীজ এনে মাটিতে ফেললে বর্ষাকালে জমিতে কিংবা বিলে পানি হলে পদ্ম গাছ জন্ম নেয় ও ফুল ফোটে। আর এটি দেখতে অনেক সুন্দর।
নীলফামারীর ডিমলা উপজেলা ঘিরে রেখেছে নাউতারা, কুমলাই, ধুম ও বুড়িতিস্তা নদ-নদী। তবে দখল-দূষণে অস্তিত্বের সংকটে পড়েছে এগুলো। তিন বছর আগে প্রাণ ফেরাতে নাউতারা ও ধুম খনন করা হলেও কাজে আসেনি। খননের পরও নিশ্চিত করা যায়নি পানির প্রবাহ। নাব্যতা হারিয়ে এগুলো শুকিয়ে জেগে উঠেছে চর। সেখানে ধানসহ সবজির চাষ হচ্ছে।
২ মিনিট আগেগত বছরের দফায় দফায় বন্যায় মৌলভীবাজারে প্রায় ২৫০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বছর পেরিয়ে আবার বর্ষা মৌসুম এলেও সড়ক সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে সীমাহীন দুর্ভোগে রয়েছে জেলাবাসী। সড়কগুলোর কোনোটির পিচ উঠে ইট-সুরকি বেরিয়ে গেছে, কোথাও সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত।
৫ মিনিট আগেচুয়াডাঙ্গায় দিন দিন বেড়েই চলেছে ইজিবাইকের সংখ্যা। অদক্ষ ও অপ্রাপ্ত বয়স্ক কিশোরদের হাতে ইজিবাইক থাকায় বাড়ছে যানজট ও দুর্ঘটনা। এসব ইজিবাইকচালকের নেই কোনো প্রশিক্ষণ। ফলে যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা, দ্রুতগতিতে গাড়ি চালানো আর পাল্লা দিয়ে ইজিবাইক চালানোর কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
২৩ মিনিট আগেরাজশাহীতে দুই পশুর হাট নিয়ে ইজারাদারদের টানাটানিতে বিপাকে পড়েছেন বিক্রেতারা। হাট দুটি হলো রাজশাহী শহর-লাগোয়া সিটি হাট এবং পবা উপজেলার দামকুড়া পশুর হাট। হাটগুলো একটি থেকে আরেকটির দূরত্ব ৬-৭ কিলোমিটার (কিমি)। বসে একই দিনে।
২৯ মিনিট আগে