Ajker Patrika

উল্লাপাড়ায় বিল জুড়ে পদ্মফুলের সমাহার

প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) 
উল্লাপাড়ায় বিল জুড়ে পদ্মফুলের সমাহার

সিরাজগঞ্জের উল্লাপাড়ার তিতারগাড়া বিলে আবাদি জমিতে এখন পদ্মফুলের সমাহার। বছর যেতেই এ ফুলের গাছ আরও জমিতে ছড়িয়ে পড়ছে। বর্ষাকালে জমিতে পানি হতেই যার দেখা মিলছে। অনেকেই এখানে পদ্ম ফুল দেখতে আসছেন। ফুল বিক্রিকে পেশা হিসেবে নিতেও শুরু করেছেন এখানকার মানুষজন। 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার ব্রক্ষমকপালিয়া গ্রামের আবাদি মাঠের বিঘা বিশেক জমি জুড়ে পদ্মফুল ফুটেছে। জমিতে মৌসুমে ইরি বোরো ধান ফসলের আবাদ করা হয়। স্থানীয়দের কাছে পুরো মাঠ এলাকা তিতারগাড়া বিল নামে পরিচিতি পেয়েছে। 

ব্রক্ষমকপালিয়া গ্রামের আছাদুল ইসলাম ও নুর আলমসহ একাধিক ব্যক্তি বলেন, বছর তিনেক আগে বর্ষাকালে একটি জমিতে তিন থেকে চারটি পদ্মফুলের গাছ দেখা গিয়েছিল এবং ফুল ফুটেছিল। এর পরের বছর থেকেই পদ্মফুল বেড়ে এখন বিঘা বিশেক জমিতে ছড়িয়েছে। 

এলাকার এক যুবক জানান, ব্রক্ষমকপালিয়া গ্রামের ছিদাম ও সুশীলসহ অন্য এলাকার কয়েকজন এখানকার পদ্মফুল বিক্রি পেশায় জড়িত হয়েছেন। মাস খানিক হলো ভোরে এরা জমিতে নেমে ফুল তুলে বিভিন্ন এলাকায় গিয়ে বিক্রি করে। জমির মালিকেরা এতে বাধা দেওয়া কিংবা কোনো টাকা নেন না। 

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আজমল হক বলেন, এটি জলজ উদ্ভিদ। এর বীজ এনে মাটিতে ফেললে বর্ষাকালে জমিতে কিংবা বিলে পানি হলে পদ্ম গাছ জন্ম নেয় ও ফুল ফোটে। আর এটি দেখতে অনেক সুন্দর।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত