প্রামেশের পাশে সেই রিকশাচালক
প্রামেশ হাজংয়ের বয়স ৫৫ বছর। কখনো ভিক্ষাবৃত্তি, কখনোবা রাস্তায় কুড়িয়ে পাওয়া বিভিন্ন সামগ্রী (বোতল, পলিথিন) বিক্রি করে কোনোমতে দিনাতিপাত করেন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার প্রামেশ হাজং। তাঁর নেই কোনো পরিবারপরিজন। নেই মাথা গোঁজার ঠাঁই। তাই বাধ্য হয়েই উপজেলার লেংগুড়া ইউনিয়নের ফুলবাড়ী এলাকায় হরিমন্দিরের