Ajker Patrika

আ.লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৭: ৫৪
আ.লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম অভিযোগ করেছেন, তার নির্বাচনী কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান ও তাঁর সমর্থকেরা।

গতকাল শুক্রবার দুপুরে ইউনিয়নের কেবলপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

তবে স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান এই অভিযোগ অস্বীকার করেছেন।

আওয়ামী লীগ প্রার্থী রফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, গত বৃহস্পতিবার রাতে কেবলপুর এলাকায় তার নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে ওই কার্যালয়ে থাকা ১২টি প্লাস্টিকের চেয়ার, একটি টেবিল, দুটি বেঞ্চসহ পোস্টার পুড়ে যায় বলে তিনি দাবি করেন। এ ব্যাপারে কলমাকান্দা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে রফিকুল ইসলাম ছাড়াও বক্তব্য দেন- লেংগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, স্থানীয় আওয়ামী লীগের কর্মী বোতুয়েল চিসিম প্রমুখ।

তবে এসব বিষয়ে জানতে চাইলে সাইদুর রহমান ভূঁইয়া বলেন, বিষয়টি খুবই হাস্যকর। আমার লোকজন কেন আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে আগুন দিবে? বরং প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকেই আওয়ামী লীগের প্রার্থীর লোকজন আমার প্রচারণায় বাধা, পোস্টার ছিঁড়ে ফেলাসহ কর্মী-সমর্থদের নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে যাচ্ছে। এলাকায় আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাঁরা এমন হীন কাজ চালাচ্ছেন। এখন নিজেরাই ঘরটিতে রাতে আগুন দিয়ে আমার ও কর্মী-সমর্থকদের হয়রানি করছেন। এটা ঠিক নয়।’

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ খান বলেন, ‘খবর পেয়ে শুক্রবার ভোরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনাটির প্রেক্ষিতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত