Ajker Patrika

প্রথম সন্তানের মুখ দেখা হলো না মায়ের

প্রতিনিধি, কলমাকান্দা (নেত্রকোনা) 
প্রথম সন্তানের মুখ দেখা হলো না মায়ের

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের সন্ন্যাসী পাড়া গ্রামে সন্তান জন্ম দেওয়ার পর মায়ের মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। 

গতকাল বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতেই কন্যা সন্তানের জন্ম দেন তারমিনা আক্তার (২৫)। তিনি সন্ন্যাসী পাড়া গ্রামের আনোয়ার হেসেনের স্ত্রী। 

পরিবার সূত্রে জানা গেছে, রাতে ধাত্রীর মাধ্যমে ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম দেন তারমিনা। এরপর তাঁর শারীরিক জটিলতা দেখা দেয়। তাঁকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে নেওয়া হয়। কিন্তু ভাঙাচোরা সড়কে দ্রুত পৌঁছানো সম্ভব হয়নি। এছাড়া ঝাঁকুনিতে পথে বেশ কয়েকবার স্যালাইন খুলে গেছে। আজ শুক্রবার সকাল ১১টার দিকে কলমাকান্দা হাসপাতাল থেকে তারমিনার লাশ নিয়ে বাড়ি ফেরেন স্বজনেরা। শিশুটি সুস্থ সবল রয়েছে বলে জানা গেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত