Ajker Patrika

অবৈধ বালু ও পাথর উত্তোলনের প্রতিবাদ

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৬: ২৫
অবৈধ বালু ও পাথর উত্তোলনের প্রতিবাদ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মহাদেও নদীর তীরে মানববন্ধন করেছে আদিবাসী শিক্ষার্থীরা। মহাদেও নদী থেকে অবৈধ বালু ও পাথর উত্তোলনের প্রতিবাদে গত শুক্রবার বিকেলে তাঁরা এই মানববন্ধন করে। আদিবাসী কয়েকটি ছাত্র সংগঠন এর আয়োজন করে।

সংগঠনগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস), গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু), বাংলাদেশ লিঙাম স্টুডেন্ট ইউনিয়ন ও বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন।

মানববন্ধনের গারো স্টুডেন্ট ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুবেল এম ঘাগ্রা বলেন, আগামী সাত দিনের মধ্যে অবৈধ বালু ও পাথর উত্তোলন বন্ধ করা না হলে বিভাগীয় কমিশনারের কার্যালয় ঘেরাও ও বিক্ষোভ সমাবেশ করা হবে। আদিবাসী নেতা ও সাবেক আদিবাসী ছাত্র নেতা জেফিরাজ দোলন কুবি অবৈধ বালু ও পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করেন। তিনি বলেন, অবৈধ বালু পাথর উত্তোলন বন্ধে পূর্বেও মানববন্ধন ও কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছিল। কিন্ত এখনো পর্যন্ত অবৈধ বালু ও পাথর উত্তোলন বন্ধ হয়নি। যদি এটি অবিলম্বে বন্ধ না হয় তাহলে পরিবেশ ও অস্তিত্ব রক্ষায় বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা হবে।

বাগাছাস কলমাকান্দা শাখার সভাপতি বলেন, নির্বিচারে ভারি ড্রেজার দিয়ে অবৈধ বালু ও পাথর উত্তোলনের ফলে নদীতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে শুধু পরিবেশেরই ক্ষতি হচ্ছে না মহাদেও নদীর পাড় ভেঙে যেকোনো সময় তলিয়ে যেতে পারে পাতলাবন, সন্ন্যাসীপাড়াসহ অনেক আদিবাসী গ্রাম। ড্রেজার মেশিনের শব্দে শান্তিতে ঘুমাতে পারছে না তারা। ঠিকমত পড়াশোনা করতে পারছে না এই এলাকার ছাত্র-ছাত্রীরা।

মহাদেও নদী রক্ষা কমিটির সভাপতি লুইয়ার নংমিন বলেন, নেত্রকোনার জেলা প্রশাসক বিষয়টি দেখবেন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকরী উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত