কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রামেশ হাজংয়ের বয়স ৫৫ বছর। কখনো ভিক্ষাবৃত্তি, কখনোবা রাস্তায় কুড়িয়ে পাওয়া বিভিন্ন সামগ্রী (বোতল, পলিথিন) বিক্রি করে কোনোমতে দিনাতিপাত করেন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার প্রামেশ হাজং। তাঁর নেই কোনো পরিবারপরিজন। নেই মাথা গোঁজার ঠাঁই। তাই বাধ্য হয়েই উপজেলার লেংগুড়া ইউনিয়নের ফুলবাড়ী এলাকায় হরিমন্দিরের এক কোণে পলিথিন টাঙিয়ে কোনোমতে পার করছেন রাত। এভাবেই ছয় বছর ধরে তিনি মানবেতর জীবনযাপন করছেন।
সম্প্রতি তাঁর অসহায় জীবন কাহিনি উঠে আসে গণমাধ্যমে। প্রামেশ হাজংয়ের কষ্টের জীবন কাহিনি পড়েই সাহায্যের হাত বাড়িয়ে দেন মানবতার ফেরিওয়ালাখ্যাত রিকশাচালক তারা মিয়া। তারা মিয়া দুর্গাপুর উপজেলার বাসিন্দা। গতকাল সোমবার ১৫ কিলোমিটার পথ রিকশা চালিয়ে ফুলবাড়ীতে এসে প্রামেশকে থাকার জন্য কিনে দিয়েছেন একটি চৌকি। সঙ্গে ২০ কেজি চাল, ডাল, তেল, কম্বল, চাদর ও চলার মতো কিছু টাকা।
রিকশাচালক তারা মিয়া বলেন, ‘আমি যত দিন বেঁচে থাকব, মানুষের জন্য আমার সাধ্যমতো সহযোগিতা করে যাব। আমি এলাকার জনপ্রতিনিধিদের কাছে অনুরোধ জানাই প্রামেশ হাজংয়ের জন্য একটা ঘরের ব্যবস্থা করে দেওয়ার জন্য।’
রিকশাচালক তারা মিয়া নিজেরই নুন আনতে পান্ত ফুরোই। তবুও মানুষকে সহযোগিতা করাই যেন তাঁর ধর্ম। তাই তিনি চান না, অর্থের অভাবে কারও পড়ালেখা বন্ধ হোক।
তারা মিয়া বলেন, ‘সারা দিন রিকশা চালিয়ে যে আয় হয়, তা থেকে একটি মাটির ব্যাংকে প্রতিদিন ৫০-৬০ টাকা করে সঞ্চয় করি। তা দিয়ে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, খাতা-কলম, বইসহ উপকরণ কিনে দিই।’
প্রামেশ হাজংয়ের বয়স ৫৫ বছর। কখনো ভিক্ষাবৃত্তি, কখনোবা রাস্তায় কুড়িয়ে পাওয়া বিভিন্ন সামগ্রী (বোতল, পলিথিন) বিক্রি করে কোনোমতে দিনাতিপাত করেন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার প্রামেশ হাজং। তাঁর নেই কোনো পরিবারপরিজন। নেই মাথা গোঁজার ঠাঁই। তাই বাধ্য হয়েই উপজেলার লেংগুড়া ইউনিয়নের ফুলবাড়ী এলাকায় হরিমন্দিরের এক কোণে পলিথিন টাঙিয়ে কোনোমতে পার করছেন রাত। এভাবেই ছয় বছর ধরে তিনি মানবেতর জীবনযাপন করছেন।
সম্প্রতি তাঁর অসহায় জীবন কাহিনি উঠে আসে গণমাধ্যমে। প্রামেশ হাজংয়ের কষ্টের জীবন কাহিনি পড়েই সাহায্যের হাত বাড়িয়ে দেন মানবতার ফেরিওয়ালাখ্যাত রিকশাচালক তারা মিয়া। তারা মিয়া দুর্গাপুর উপজেলার বাসিন্দা। গতকাল সোমবার ১৫ কিলোমিটার পথ রিকশা চালিয়ে ফুলবাড়ীতে এসে প্রামেশকে থাকার জন্য কিনে দিয়েছেন একটি চৌকি। সঙ্গে ২০ কেজি চাল, ডাল, তেল, কম্বল, চাদর ও চলার মতো কিছু টাকা।
রিকশাচালক তারা মিয়া বলেন, ‘আমি যত দিন বেঁচে থাকব, মানুষের জন্য আমার সাধ্যমতো সহযোগিতা করে যাব। আমি এলাকার জনপ্রতিনিধিদের কাছে অনুরোধ জানাই প্রামেশ হাজংয়ের জন্য একটা ঘরের ব্যবস্থা করে দেওয়ার জন্য।’
রিকশাচালক তারা মিয়া নিজেরই নুন আনতে পান্ত ফুরোই। তবুও মানুষকে সহযোগিতা করাই যেন তাঁর ধর্ম। তাই তিনি চান না, অর্থের অভাবে কারও পড়ালেখা বন্ধ হোক।
তারা মিয়া বলেন, ‘সারা দিন রিকশা চালিয়ে যে আয় হয়, তা থেকে একটি মাটির ব্যাংকে প্রতিদিন ৫০-৬০ টাকা করে সঞ্চয় করি। তা দিয়ে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, খাতা-কলম, বইসহ উপকরণ কিনে দিই।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪