ময়মনসিংহ ৮: জাপার ফখরুলকে আ.লীগ ছাড় দিলেও স্থানীয় নেতারা দ্বিধাগ্রস্ত
আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির যে ২৬টি আসনের সমঝোতা হয়েছে, তার মধ্যে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) সংসদীয় আসনও রয়েছে। এই নিয়ে টানা তিনবার জাপাকে আসনটি ছাড়ল আওয়ামী লীগ। এই আসনে পরপর দুবার লাঙ্গলের এমপি হন ফখরুল ইমাম। আবার জাপা থেকে তাঁকেই মনোনীত করা হয়েছে। তবে আওয়ামী লীগ ছাড় দিলেও তাঁর পক্ষে কাজ করার বিষয়