মহিউদ্দিন রানা, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)
আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির (জাপা) যে ২৬টি আসনের সমঝোতা হয়েছে, তার মধ্যে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) সংসদীয় আসনও রয়েছে। এই নিয়ে টানা তিনবার জাপাকে আসনটি ছাড়ল আওয়ামী লীগ। এই আসনে পরপর দুবার লাঙ্গলের এমপি হন ফখরুল ইমাম। আবার জাপা থেকে তাঁকেই মনোনীত করা হয়েছে। তবে আওয়ামী লীগ ছাড় দিলেও তাঁর পক্ষে কাজ করার বিষয়ে এখনো দ্বিধাগ্রস্ত স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
মহাজোটের প্রার্থী ছাড়াও এই আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন তিনজন এবং ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) একজন। স্বতন্ত্রদের মধ্যে রয়েছেন, সদ্য উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করা মাহমুদ হাসান সুমন, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল আলম প্রদীপ ও কানিজ ফাতেমা। এ ছাড়া ন্যাশনাল পিপলস পার্টির হয়ে লড়ছেন মো. আব্দুল্লাহ আল মামুন।
উপজেলার ১১টি ইউনিয়নসহ পৌর এলাকায় ঘুরে দেখা গেছে, মহাজোট এবং স্বতন্ত্র প্রার্থীর পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে বিভিন্ন অলিগলি। মাইকিং ও প্রার্থী-সমর্থকদের মিছিল-মিটিং প্রচার-প্রচারণায়ও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। এ ছাড়া সকাল-সন্ধ্যা পাড়া-মহল্লা, বাজার, মোড়সহ চায়ের দোকানগুলো সরগরম নির্বাচনী আলোচনায়।
এদিকে ঈশ্বরগঞ্জ আসনে আওয়ামী লীগের প্রার্থী দেওয়া হয়েছিল সাবেক দুবারের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তারকে। জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের আসন সমঝোতায় এই নিয়ে তিনবার জাপাকে আসনটি ছেড়েছেন তিনি।
এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী বলেন, ‘বর্তমান সংসদ সদস্য এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছে। এটা অস্বীকার করার সুযোগ নেই। আশা করি জনগণ সেই কাজের মূল্যায়ন ভোটের মাধ্যমে দেবে।’
অন্যদিকে মহাজোট নাকি স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিচ্ছে উপজেলা আওয়ামী লীগ এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ বলেন, ‘এখন পর্যন্ত দলীয়ভাবে কোনো নির্দেশনা আসেনি। তাই আপাতত কাউকে সমর্থন দিচ্ছি না। নির্দেশনা এলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।’
আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির (জাপা) যে ২৬টি আসনের সমঝোতা হয়েছে, তার মধ্যে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) সংসদীয় আসনও রয়েছে। এই নিয়ে টানা তিনবার জাপাকে আসনটি ছাড়ল আওয়ামী লীগ। এই আসনে পরপর দুবার লাঙ্গলের এমপি হন ফখরুল ইমাম। আবার জাপা থেকে তাঁকেই মনোনীত করা হয়েছে। তবে আওয়ামী লীগ ছাড় দিলেও তাঁর পক্ষে কাজ করার বিষয়ে এখনো দ্বিধাগ্রস্ত স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
মহাজোটের প্রার্থী ছাড়াও এই আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন তিনজন এবং ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) একজন। স্বতন্ত্রদের মধ্যে রয়েছেন, সদ্য উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করা মাহমুদ হাসান সুমন, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল আলম প্রদীপ ও কানিজ ফাতেমা। এ ছাড়া ন্যাশনাল পিপলস পার্টির হয়ে লড়ছেন মো. আব্দুল্লাহ আল মামুন।
উপজেলার ১১টি ইউনিয়নসহ পৌর এলাকায় ঘুরে দেখা গেছে, মহাজোট এবং স্বতন্ত্র প্রার্থীর পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে বিভিন্ন অলিগলি। মাইকিং ও প্রার্থী-সমর্থকদের মিছিল-মিটিং প্রচার-প্রচারণায়ও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। এ ছাড়া সকাল-সন্ধ্যা পাড়া-মহল্লা, বাজার, মোড়সহ চায়ের দোকানগুলো সরগরম নির্বাচনী আলোচনায়।
এদিকে ঈশ্বরগঞ্জ আসনে আওয়ামী লীগের প্রার্থী দেওয়া হয়েছিল সাবেক দুবারের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তারকে। জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের আসন সমঝোতায় এই নিয়ে তিনবার জাপাকে আসনটি ছেড়েছেন তিনি।
এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী বলেন, ‘বর্তমান সংসদ সদস্য এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছে। এটা অস্বীকার করার সুযোগ নেই। আশা করি জনগণ সেই কাজের মূল্যায়ন ভোটের মাধ্যমে দেবে।’
অন্যদিকে মহাজোট নাকি স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিচ্ছে উপজেলা আওয়ামী লীগ এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ বলেন, ‘এখন পর্যন্ত দলীয়ভাবে কোনো নির্দেশনা আসেনি। তাই আপাতত কাউকে সমর্থন দিচ্ছি না। নির্দেশনা এলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।’
দীর্ঘদিন ধরে জনবলসংকটে ধুঁকছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা। চার ভাগের এক ভাগ কর্মচারী দিয়ে চলছে কার্যক্রম। জনবলের অভাবে পড়ে আছে দেশের বৃহত্তম এ রেলওয়ে কারখানার ১৫৩ কোটি টাকা ব্যয়ে আমদানি করা মেশিনারিজ।
১ ঘণ্টা আগেকক্সবাজার সাগরপারের সুগন্ধা পয়েন্টে হোটেল-মোটেল জোনের ২০০ কোটি টাকা মূল্যের ২ একর ৩০ শতক খাসজমি দখল করে শতাধিক দোকান নির্মাণ করা হয়েছে। অভিযোগ উঠেছে, জাল কাগজ বানিয়ে একটি সংঘবদ্ধ চক্র ৫ আগস্ট পরবর্তী প্রশাসনিক শিথিলতার সুযোগে হোটেল-মোটেল জোনের বাতিল করা প্লটের এই জমি দখল করেছে।
২ ঘণ্টা আগেসাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি আত্মহত্যা করেননি, তাঁরা খুন হয়েছেন। এই হত্যাকাণ্ডে অংশ নেয় দুজন। প্রথমে সাগর ও পরে রুনিকে ছুরিকাঘাত করা হয়। তবে ডিএনএ রিপোর্টে অস্পষ্টতা থাকায় হত্যাকারীদের শনাক্ত করা এখনো সম্ভব হয়নি।
৫ ঘণ্টা আগেবরগুনার বিষখালী, বলেশ্বর ও পায়রা নদীতে নির্বিচারে মারা পড়ছে ইলিশের পোনা বা জাটকা। নিষিদ্ধ বাঁধা, গোপ, বেহেন্দি ও কারেন্ট জালে এগুলো শিকার করা হচ্ছে। দেড়-দুই ইঞ্চি লম্বা এসব মাছকে এলাকার হাট-বাজারে ‘চাপিলা’ বলে বিক্রি করছেন জেলেরা। সেই সঙ্গে শুঁটকি বানানো হচ্ছে।
৫ ঘণ্টা আগে